Book Name:Jamal e Mustafa
আশ্চর্যজনক ভাবে প্রদান করেছেন। এ কারণেই তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیۡہِمُ الرِّضۡوَان ইরশাদ করতেন: “আমি যা দেখি তোমরা তা দেখো না এবং আমি যা শুনি তোমরা তা শুনো না। আমি তো আসমানের আওয়াজও শুনে থাকি। (আল খাছায়িছুল কুবরা লিস সুয়ূতি, ১ম খন্ড, ১১৩ পৃষ্ঠা)
সম‘আতে মুস্তফা মারহাবা মারহাবা,
নছরতে মুস্তফা মারহাবা মারহাবা।
মুখ মোবারক
হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখ মোবারক প্রশস্থ, গাল (গণ্ডদেশ) মোবারক মসৃণ, সামনের দাঁত মোবারক বিস্তৃত এবং উজ্জ্বল ও দ্বীপ্তিময় ছিলো। যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কথা বলতেন, তখন তা থেকে নূর বের হতে দেখা যেতো। হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন মুচকি হাসতেন তখন দেয়াল সমূহ আলোকিত হয়ে যেতো। (আল খাছায়িছুল কুবরা লিস সুয়ূতি, ১ম খন্ড, ১২৭ পৃষ্ঠা)
হিকমতে মুস্তফা মারহাবা মারহাবা,
রিফআতে মুস্তফা মারহাবা মারহাবা।
মুখের থুথু মোবারক
রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখ মোবরকের পবিত্র থুথু আঘাতপ্রাপ্ত এবং অসুস্থদের জন্য শিফা ছিলো। যেমন- খাইবার বিজয়ের দিন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের থুথু মোবারক হযরত আলী মুরতাজা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم এর চোখে লাগানোর সাথে সাথেই সুস্থ হয়ে যায় যেন কোন দিন ব্যথাই হয়নি।
হযরত রিফা’আ বিন রাফেয়ে رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: বদরের যুদ্ধের দিন আমার চোখে তীর লেগেছিলো এবং তা বিদির্ণ হয়ে গেলো। রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাতে নিজের থুথু মোবারক লাগিয়ে দিলেন এবং দোয়া করলেন। ব্যস! আমার সামান্যতম কষ্ট