Jamal e Mustafa

Book Name:Jamal e Mustafa

আক্বা কি আঁখে মারহাবা মারহাবা

পা মোবারক

    দুটি পা মোবারক মাংসল এমন সুন্দর ছিলো যে, যা কারো ছিলোনা আর এমন নরম পরিস্কার ছিলো যে, এতে সামান্য পরিমাণ পানিও আটকাতো না বরং সাথে সাথেই বয়ে যেত (সীরাতে রাসূলে আরবী, ২৭৬ পৃষ্ঠা) হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন পাথরের উপর হাটতেন তখন তা নরম হয়ে যেতো যেন তিনি অতি সহজে এর উপর দিয়ে চলে যেতে পারেন আর যখন বালিতে হাটতেন তখন তাতে পা মোবারকের চিহ্ন হতো না

(সীরাতে রাসূলে আরবী, ২৭৭ পৃষ্ঠা)

আনওয়ারে মুস্তফা মারহাবা মারহাবা,

গুলজারে মুস্তফা মারহাবা মারহাবা

চুল মোবারক

    মাথা মোবারকের চুল বেশি কোকঁড়ানোও ছিলোনা আবার বেশি সোজাও ছিলো না বরং দুটির মধ্যবর্তী ছিলো দাঁড়ি মোবারক ঘন ছিলো, তা আচঁড়াতেন এবং আয়না দেখতেন আর শোয়ার পূর্বে তিনবার করে সুরমা লাগাতেন গোঁফ মোবারক সবসময় কাটাতেন এবং ইরশাদ করতেন: মুশরিকদের বিরোধীতা করো অর্থাৎ দাঁড়িকে বাড়তে দাও এবং গোঁফ ছোট করে রাখো (মিশকাতুর মাসাবিহ, কিতাবুল লিবাস, ২য় খন্ড, ৪৮৭ পৃষ্ঠা, হাদীস: ৪৪২১)

আনওয়ারে মুস্তফা মারহাবা মারহাবা,

গুলজারে মুস্তফা মারহাবা মারহাবা

আযমতে মুস্তফা মারহাবা মারহাবা,

-মদে  মুস্তফা মারহাবা মারহাবা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিরূপ সৌন্দর্য ও উৎকর্ষতার অধিকারী ছিলেন। তাঁর মতো কেউ না কখনো ছিলো,