Jamal e Mustafa

Book Name:Jamal e Mustafa

জন্য, তাঁর মোবারক কতিপয় অঙ্গের এবং সৌন্দর্য উৎকর্ষতার আরো কিছু আলোচনা শুনে নিজের জন্য রহমত বরকতের পাথেয় সংগ্রহ করে নিই

চেহারা মোবারক

    হুযুরে আকদাস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেহারা মোবারক, খোদার সৌন্দর্যের আয়না স্বরূপ এবং নূর উজ্জলতার প্রকাশস্থল চেহারা ভরাট এবং গোলাকার ছিলো এই চেহারা মোবারককে হযরত আব্দুল্লাহ্ বিন সালাম رَضِیَ اللهُ عَنْہُ দেখতেই বলে উঠলো: وَجْھُہٗ لَـیْسَ بِوَجْہِ کَذَّابٍ۔ অর্থাৎ এই চেহারা মিথ্যুকের চেহারা নয় এবং ঈমান গ্রহণ করলেন

(মিশকাতুল মাসাবিহ, কিতাবুয যাকাত, বাবু ফদলুস সদকা, ১ম খন্ড, ৩৬২ পৃষ্ঠা, হাদীস: ১৯০৭)

 

মিলাদে মুস্তফা মারহাবা মারহাবা,

দিল শাদে মুস্তফা মারহাবা মারহাবা

চক্ষু মোবারক

    হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক চোখ দুটি বড় এবং কুদরতি ভাবে সুরমা লাগানো আর পলকগুলো বিস্তৃত ছিলো চোখের সাদা অংশে সুক্ষ্ম লাল রেখা ছিলো পূর্ববর্তী কিতাবে বর্ণিত আছে: এটাও হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়তের একটি আলামত

ইজ্জতে মুস্তফা মারহাবা মারহাবা,

আমদে মুস্তফা মারহাবা মারহাবা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ভ্রু মোবারক

    হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভ্রুদ্বয় বিস্তৃত এবং চিকন ছিলো, আর দুটি ভ্রু পরস্পর এভাবে সম্পৃক্ত ছিলো যে, দূর থেকে দেখলে মিলিত মনে হতো