Book Name:Jamal e Mustafa
প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো *
আদব সহকারে বসবো
* বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
اَلْحَمْدُ لِلّٰه রবিউল আউয়াল শরীফের পবিত্র মাস আমাদের মাঝে বিরাজমান। এটি ঐ সম্মানিত মাস যাতে আমাদের প্রিয় নবী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমন হয়েছিলো। একারণেই এ মাসে বিশেষ ভাবে যেভাবে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র জীবনের বিভিন্ন বিষয়াদি এবং মিলাদুন্নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঘটনাবলী বর্ণনা করে আশিকানে রাসূলের অন্তরে ইশ্কে রাসূলের প্রদীপ আরো বেশি করে প্রজ্জ্বলিত করা হয়, সেভাবে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌন্দর্য ও উৎকর্ষতার আলোচনা করে তাদের অন্তরে আরো বেশি আগ্রাহান্বিত করা হয়। আর আজকের বয়ানের বিষয় হচ্ছে; “জামালে মুস্তফা” তথা মুস্তফার সৌন্দর্য।
আসুন! অত্যন্ত মনোযোগ সহকারে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌন্দর্য ও উৎকর্ষতা সম্পর্কে শুনি: যেমন-
হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌন্দর্য ও
মাধূর্যতা সম্পর্কিত একটি ঘটনা
যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা মুর্কারমা থেকে মদীনা মুনাওয়ারার দিকে হিজরত করার জন্য কিছু সাহাবীদের عَلَیۡہِمُ الرِّضۡوَان সাথে রওনা হলেন, তখন হযরত উম্মে মা’বাদ এর তাবুর পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই মহিলা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চিনতো না,