Jamal e Mustafa

Book Name:Jamal e Mustafa

অনুভব হয়নি আর চোখটি সম্পূর্ণ ভাল হয়ে গেলো (যা-দাল মা-আদ, ৩য় খন্ড, ১৪৪ পৃষ্ঠা)

অউজ কামালে মুস্তফা মারহাবা মারহাবা,

জুদ নাওয়ালে  মুস্তফা মারহাবা মারহাবা

জিহ্বা মোবরক

    হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সৃষ্টি জগতে সবচেয়ে বেশি স্পষ্টভাষী ছিলেন তাঁর কথাবার্তা এতই স্পষ্ট ছিলো যে, পাশে বসা ব্যক্তি তা মুখস্ত করে নিতো (আশ শামাইলুল মুহাম্মদীয়া লিত তিরমিযী, ১৩৪ পৃষ্ঠা, হাদীস: ২১৩) হযরত উম্মে মাবাদ رَضِیَ اللهُ عَنْہَا বলেন: নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন চুপ থাকতেন তখন গাম্ভীর্যতা প্রকাশ পেতো আর যখন কথাবার্তা বলতেন তখন চেহারা নূরানী উজ্জ্বল হয়ে যেতো অত্যন্ত মিষ্ট ভাষায় কথা বলতেন আর কথাবার্তা খুবই স্পষ্ট হতো, যা কখনো অযথা এবং অনুপকারী হতো না (আল ইসতিয়াব ফি মারিফাতিল আসহাব, ৪র্থ খন্ড, ৫২৪ পৃষ্ঠা)

আক্বওয়ালে মুস্তফা মারহাবা মারহাবা,

আফ আলে মুস্তফা মারহাবা মারহাবা

হাত মোবারক

     হাতের তালু বাহু মোবারক মাংসল ছিলো হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি কোন রেশমী কাপড়কে, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাতের তালু মোবারক থেকে বেশি নরম পাইনি আর কোন সুগন্ধি হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুগন্ধির চেয়ে উন্নত পাইনি (সহীহ বুখারী, কিতাবুল মানাকিব, ২য় খন্ড, ৪৮৯ পৃষ্ঠা, হাদীস: ৩৫৬১) যেই ব্যক্তির সাথে রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুসাফাহা করতেন, সে সারা দিন নিজের হাত থেকে সুগন্ধি পেতো আর যেই বাচ্চার মাথায় হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর হাত মোবারক বুলিয়ে দিতেন, সে সুগন্ধিতে অন্যান্য বাচ্চাদের তুলনায় পার্থক্য হতো

(সীরাতে রাসূরে আরবী, ২৬৩ পৃষ্ঠা)

 

আক্বা কে বাযু মারহাবা মারহাবা,