Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

স্বাগতম এবং আপনার খেদমত করার জন্যই আমরা এসেছি হে আমেনা رَضِیَ اللهُ عَنْہَا ! দরজার বাইরে দৃষ্টি দিল, চারিদিকে যতদূর দৃষ্টি যায় ফিরিশতাদের ভীড় লেগে আছেঘরে হুরেরা দরজায় ফিরিশতারা, তাঁদের কাতার সমূহ আকাশে পৌঁচালো

    প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খতনা কৃত, নাভী কর্তিত, সূরমা লাগানো চোখ নিয়ে শুভাগমন করেন সকল প্রকার নাপাকী থেকে পবিত্র বরং অপরের গোনাহের নাপাকী পাক করার জন্য শুভাগমন করেছেন অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো: কাবার প্রতিপালকের শপথ! কাবা সম্মানিত হয়ে গেল সাবধান হয়ে যাও! কাবাকে তার ক্বিবলা বাসস্থান করে দেয়া হল

    তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ার শুভাগমন করতেই আল্লাহ পাকের দরবারে সিজদাবনত হলেন মোবারক আঙ্গুল আকাশের দিকে উত্তোলিত ছিলো জান্নাতি ফুলের চেয়েও বেশি সুন্দর ঠোঁঠদ্বয় নড়ছিল এবং আওয়াজ আসছিল: رَبِّ ھَبْ لِیْ اُمَّتِیْ ، رَبِّ ھَبْ لِیْ اُمَّتِیْ ، رَبِّ ھَبْ لِیْ اُمَّتِیْ،বিলাদতে(জন্ম) মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুহুর্তে তিনটি পতাকা উত্তোলন করা হয় একটি পূর্বে একটি পশ্চিমে আর একটি খানায়ে কাবার ছাদের উপর

    হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: মুস্তফার শুভাগমনের সময় এমন নূর চমকালো যে, পূর্ব পশ্চিম আলোকিত হয়ে গিয়েছিল এবং আমি মক্কা থেকে সিরিয়ার আট্টালিকা সমূহ স্পষ্ট দেখে নিলাম

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ার শুভাগমন করতেই সিজদা করেছেন।হায়! ঐ সিজদার সদকায় আমাদেরও সিজদার তৌফিক নসীব হয়ে যাক