Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

নূরের খেলনা

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তার লিখিত রিসালা নূরের খেলনাএর ৬নং পৃষ্ঠায় লিখেন;

    হযরত আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি রাসূরে আকরাম, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমাকে তো আপনার নবুয়তের নিদর্শন সমূহ আপনার দ্বীনে অন্তর্ভূক্তীর দাওয়াত দিয়েছিলো আমি দেখলাম আপনি শৈশবে দোলনায় শুয়ে চাঁদের দিকে ইশারা করতেন তখন যেদিকেই আপনি ইশারা করতেন, চাঁদ সেই দিকেই ঝুঁকে যেতো নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি চাঁদের সাথে কথা বলতাম আর চাঁদ আমার সাথে কথা বলতো, তা আমাকে কান্না করা থেকে ভুলিয়ে রাখতো এবং যখন চাঁদ আরশে ইলাহীর নিচে সিজদা করতো তখন আমি তার তাসবীহ পাঠ করার আওয়াজ শুনতাম (আল খছাইসুল কুবরা,/৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ডুবন্ত সূর্য ফিরে এলো

    খাইবারের নিকটস্থ স্থান সেহবায় হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আছরের নামায পড়েই হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর কোলে পবিত্র মস্তক মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর ওহী অবতীর্ণ হতে লাগলো হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ পবিত্র মস্তক মোবারককে নিজের কোলে নিয়ে বসে আছেন

    এমন সময় সূর্য অস্তমিত হয়ে গেল এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জানা হয়ে গেল যে, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর আছরের নামায কাযা হয়ে গেছে। তখন হুযুরে আকদাস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন: হে আল্লাহ পাক! নিঃসন্দেহে আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্যে ছিলো তাই সূর্যকে আবার ফিরিয়ে