Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

এবং আমরা পাঁচ ওয়াক্ত নামায মসজিদে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে আদায় করতে অভ্যস্ত হয়ে যাই মনে রাখবেন! প্রত্যেক মুসলমান নারী-পুরুষের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয নামাযের ফরযিয়্যতকে অস্বীকারকারী কাফের হোক তার নাম অন্যান্য কর্মকান্ড মুসলমানদের মধ্যে যে দূর্ভাগা এক ওয়াক্ত নামাযও জেনে বুঝে কাযা করে দেয় তার নাম জাহান্নামের দরজায় লিখে দেয়া হয়

    আল্লাহ পাকের মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমনের খুশিতে জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام কাবার ছাদে পতাকা গেঁড়ে দিয়েছেন

    اِنْ شَآءَ الله আমরাও আমাদের হাতে এবং আমাদের গাড়ীতে ফয়যানে গুম্বদে খাযরা এবং ফয়যানে গাউছ রযার প্রতিটি পতাকা উড়িয়ে জুলুশে মিলাদে অংশগ্রহণ করবো, উচ্চ স্বরে বলুন اِنْ شَآءَ اللهاِنْ شَآءَ الله ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের রোযাও রাখবো কেননা, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি সোমবার রোযা রাখতেন যখন হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সোমবারের রোযার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন ইরশাদ করলেন: এই দিনেই আমি জন্মেছি এবং এই দিনেই আমার উপর প্রথম ওহী অবতীর্ণ হয়েছেসুতরাং اِنْ شَآءَ الله আমরাও আজকের রোযা রাখবো হাত উঠিয়ে উচ্চ স্বরে বলুন اِنْ شَآءَ الله

    এই ১২তম তারিখের প্রিয় সম্পর্ক অনুসারে দাওয়াতে ইসলমীর ১২টি সাপ্তাহিক ইজতিমায় শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তিলাওয়াত, নাত, বয়ান, যিকির, দোয়া, রাতে ইতিকাফ, ফযরের পর মাদানী হালকা এবং ইশরাক ও চাশত পর্যন্ত অংশগ্রহণ এবং নিজে ইনফিরাদী কৌশিশ করে আরো দুজন