Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

দাও যেন আলী আসরের নামায আদায় করতে পারে হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি আমার নিজের চোখেই দেখেছি  যে, ডুবন্ত সূর্য আবার ফিরে এলো এবং পাহাড়ের চুঁড়ায় আর জমিনের উপর সর্বত্রই রোদ বিস্তৃত লাভ করেছিল

(সিরাতে মুস্তফা, ৭২২ পৃষ্ঠা)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন মিলাদে মুস্তফার কিছু সুন্দর মুহুর্তের আলোচনা শুনি: যখন আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়ায় শুভাগমন হয়, তখন কত তারিখ ছিলো? কোন দিন ছিলো? কি অবস্থা ছিলো? আসুন শুনি এবং ঈমান তাজা করি:

    রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার হযরত  আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় দাদাজান হেরম শরীফে চলে আসেন। হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا হলেন ঘরে একা। কেননা, শাশুড়ী এবং স্বামী পূর্বেই ইন্তেকাল করেছেন। শশুড় খানায়ে কাবার তাওয়াফে ব্যস্ত, মনে মনে ভাবছেন আহ! এই মুহুর্তে যদি আব্দে মানাফের বংশের কিছু মহিলা আমার কাছে থাকতো! হঠাৎ দেখলেন যে, অত্যন্ত সুন্দর ও সুশ্রী মহিলায় ঘর ভরে গেল। তিনি رَضِیَ اللهُ عَنْہَا তাদের জিজ্ঞাসা করলেন: আপনারা কে? কোথা থেকে আসলেন? এবং কেন আসলেন? তাদের মধ্য থেকে একজন বললেন: আমি উম্মুল বশর, সকল মানুষের মা, আদম عَلَیْہِ السَّلَام এর স্ত্রী, হাওয়া رَضِیَ اللهُ عَنْہَا ২য় জন বললেন: আমি ফিরআউনের বিবি আসিয়া رَضِیَ اللهُ عَنْہَا ৩য় জন বললেন: আমি ঈসা রূহুল্লাহ্ عَلَیْہِ السَّلَام এর মা, মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا এবং বাকী সকল মহিলাই জান্নাতের হুর। আজ উভয় জগতের দুলহা, বিশ্ব জগতের দাতা, ফকিরদের আশ্রয় স্থল, মুহাম্মদুর রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমন হবে। তাঁকে