Book Name:Fikr e Akhirat

رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি আমার এক আবিদ ও যাহিদ বন্ধুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বসরা গেলাম। যখন তাঁর ঘরে পৌঁছলাম দেখলাম যে, তাঁর অবস্থা অত্যন্ত শোচনীয় এবং অধিক রোগের কারণে প্রায় মরণাপন্ন অবস্থা। সন্তান, স্ত্রী ও মাতাপিতা পাশে দাড়িয়ে কান্না করছিলো এবং সবার চোখে-মুখে হতাশা বিরাজ করছিলো। আমি গিয়ে সালাম করলাম আর জিজ্ঞাসা করলাম: আপনি এখন কিরূপ অনুভব করছেন? একথা শুনে আমার বন্ধু বলতে লাগলো: এই মূহুর্তে আমার মনে হচ্ছে যেনো আমার দেহের ভেতরে পিঁপড়া আনা-গোনা করছে। তখনই তাঁর পিতা কান্না শুরু করলো তখন আমার বন্ধু জিজ্ঞাসা করলো: হে আমার শ্রদ্ধেয় আব্বাজান! আপনি কেন কান্না করছেন? পিতা বললো: হে আমার কলিজার টুকরা! তোমার বিদায়ের দুঃখ আমাকে কান্না করাচ্ছে, তোমার মৃত্যুর পর আমাদের কী অবস্থা হবে? অতঃপর তাঁর মা, স্ত্রী ও সন্তানরাও কান্না করতে লাগলো। আমার বন্ধু তাঁর মাকে জিজ্ঞাসা করলো: হে আমার দয়ালু আম্মাজান! আপনিই কেন কাঁদছেন? মা উত্তরে বললো: হে আমার নয়নের মণি! আমাকে তোমার বিরহের বেদনাই কাঁদাচ্ছে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। তারপর তাঁর স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলো: কোন বিষয়টি তোমাকে কাঁদাচ্ছে? সে বললো: হে আমার মাথার মুকুট! আপনাকে ছাড়া আমার জীবন বৃথা হয়ে যাবে, বিদায়ের কষ্ট আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, আপনাকে ছাড়া আমার কি দশা হবে? তারপর তাঁর কান্নারত সন্তানদের কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন: হে আমার সন্তানেরা! তোমরা কান্না করছো কেন? সন্তানরা বললো: আপনার মৃত্যুর পর আমরা এতিম হয়ে যাবো, আমাদের মাথার উপর