Book Name:Fikr e Akhirat

থেকে পিতার ছায়া উঠে যাবে, আপনার পর আমাদের কি অবস্থা হবে? আপনার বিদায়ের শোক আমাদেরকে কান্না করাচ্ছে তাদের সবার কথা শুনে আমার বন্ধুটি বললো: আমাকে বসাও যখন তাঁকে বসানো হলো তখন পরিবার পরিজনদের উদ্দেশ্যে বললো: তোমরা সবাই দুনিয়ার জন্যই কান্না করছো তোমাদের মধ্যে সবাই আমার জন্য নয়; বরং আপন আপন সুযোগ-সুবিধা শেষ হয়ে যাওয়ার কারণেই কান্না করছো, তোমাদের মধ্যে এমন কেউ কি রয়েছো, যে এই কারণেই কান্না করছো যে, মৃত্যুর পর কবরে আমার কী অবস্থা হবে, অচিরেই আমাকে ভয়ানক অন্ধকার সংকীর্ণ কবরে দিয়ে আসা হবে, তোমাদের মধ্যে কেউ কি এই কারণে কান্না করছো যে, মৃত্যুর পর আমাকে মুনকির-নকীরের মুখোমুখি হতে হবে? তোমাদের মধ্যে কেউও আমার পরকালিন কষ্টের কারণে কাঁদোনি বরং প্রতেক্যেই নিজের দুনিয়ার জন্যই কাঁদছো, অতঃপর একটি চিৎকার দিলেন এবং সেই সাথে তাঁর ওফাত হয়ে গেলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল! বর্ণনাকৃত ঘটনায় এই আবিদ ও যাহিদ ব্যক্তি তাঁর পরিবারের পাশপাশি আমাদেরকেও আখিরাতের চিন্তাভাবনা করার কিরূপ সুন্দর মন-মানসিকতা প্রদান করেছেন। আসলেই আমাদের এটা ভাবা উচিৎ যে, দুনিয়াবী নিয়ামত শেষ হয়ে যাওয়ার কারণে তো অনেকে কাঁদে, কেউ কি মন্দ আমলের কারণে জান্নাতের নিয়ামত না পাওয়া এবং দোযখের যন্ত্রণাদায়ক আযাবের অধিকারী হওয়ার ভয়েও কেঁদেছে? দুনিয়াবী নিয়ামত অর্জনের জন্য তো আমরা অনেক চেষ্টা করি, কখনো কি জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য নফসের বিরোধিতা করে নেক আমলের জন্যও চেষ্টা করেছি? দুনিয়ায় যদি কেউ আমাদের