Book Name:Fikr e Akhirat

পরীক্ষা নেয় তবে আমাদের ঘাম ছুটে যায়, উত্তর জানা থাকার পরও ঘাবড়ানোর কারণে উত্তর ভুলে যাই, কখনো কি কবর হাশরের পরীক্ষার ভয়েও কেঁপে উঠেছি বা কখনো কি এই পরীক্ষার প্রস্তুতি নেয়ার মানসিকতা তৈরী হয়েছে? মনে রাখবেন! এই দুনিয়া এবং এর সকল নিয়ামত অস্থায়ী সুতরাং দুনিয়ার এই অস্থায়ী সুযোগ সুবিধা এবং নিয়ামতের স্বাদ গ্রহণ করার পাশাপাশি এই বিষয়টিও মনে গেঁথে রাখা উচিৎ যে, আখিরাতে এসব নিনয়ামতের হিসাবও দিতে হবে শুধুমাত্র পানাহার বা ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে না বরং আমল সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাদের প্রত্যেক আমলের হিসাব দিতে হবে সুতরাং যেকোন কাজ করার পূর্বে কিছ্ক্ষুণের জন্য ভেবে নেয়া আবশ্যক যে, আমি যে কাজ করার ইচ্ছা করছি, এতে আখিরাতের উপকারীতা আছে কি নাই, কেননা অহেতুক কাজ করার কারণে আখিরাতে আমাকে গ্রেফতার করা হতে পারে

    মনে রাখবেন! কিয়ামতের দিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কেও প্রশ্ন করা হবে, যা দ্বারা লোকে বিনা দ্বিধায় রাতদিন অসংখ্য গুনাহ করে থাকে। যেমন চোখ লোকেরা এর দ্বারা আল্লাহ পাকের অবাধ্যতামূলক অনেক কাজ করে। কুদৃষ্টি দেয়, সিনেমা নাটক দেখে, অশ্লীল দৃশ্য থেকে স্বাদ নেয় ইত্যাদি। অনুরূপভাবে অনেকের কানও হারাম শুনতে ব্যস্ত থাকে, এভাবে যে, লোকেরা রাতে গান বাজনা, অহেতুক এবং অশ্লীল শ্লোক, গীবত, চুগলী এবং কারো দোষ ত্রুটি শ্রবন করার ন্যায় গুনাহ করে থাকে। অনুরূপভাবে অনেকের অন্তর মন্দ খেয়াল, বিদ্ধেষ ও ক্ষোভ, হিংসা ইত্যাদির ন্যায় বাতেনী রোগে আক্রান্ত হয়ে থাকে। সুতরাং বুদ্ধিমান সেই, যে আখিরাতের হিসাব নিকাশের প্রতি ভীত হয়ে নিজের অঙ্গকে গুনাহ থেকে বাচাঁতে সফল হয়ে