Shair e Khuda Ka Zuhad

Book Name:Shair e Khuda Ka Zuhad

সমাজের পিছনে চলবো না, বরং আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর প্রিয়তম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য করবো।  

 

          (৪) মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আরও বলেন: (মানুষ যখন আখিরাতের বিষয়ে উদাসীন হয়ে যাবে এবং  দুনিয়া নিয়ে বিভোর হয়ে পড়বে) তখন আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নেব। (৫) আর এসব করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে, যখন মানুষের চিন্তা ধারা  বিকৃত হয়ে যাবে, সমাজের মানচিত্র পাল্টে যাবে, এমন সময় পরকালের চিন্তা করা, আল্লাহ ও রাসূলের আনুগত্য করা, সুন্নাত সমূহের উপর আমল  করা, দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াবে। মানুষ ঠাট্টা করবে, আঙুল তুলবে, সমাজে খারাপ কথা বলা হবে, তখন কী করা উচিত? মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত এসব কষ্ট, বিপদাপদ ও দুর্যোগে ধৈর্য ধারণ করতে থাকবো।

          আল্লাহ! আল্লাহ! প্রিয় ইসলামী বোনেরা! আজকের এই ফেতনা ফ্যাসাদের যুগে আমরা কিভাবে জীবন যাপন করবো? আমাদের চিন্তাধারা, আমাদের ভাবনা, আমাদের রীতিনীতি, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত? মাওলা শেরে খোদা আলী رَضِیَ اللهُ عَنْہُ আমাদেরকে একটি পুরো  পাঠ্যক্রম দিয়ে দিয়েছেন। হায়! আমরা যদি এর উপর আমলকারী হয়ে যায়। হায়! আমরা যদি এই পন্থা অবলম্বনের ক্ষেত্রে সফল হয়ে যায়।

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

যিকির ও দরূদের মাদানী ফুল

          প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষ করার পূর্বে আসুন! যিকির ও দরূদে পাকের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী শ্রবণ করুন: () ইরশাদ করেন: আপন প্রতিপালকের যিকির যারা করে এবং যারা যিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো (বুখারী, কিতাবুদ দাওয়াত, /২২০, হাদীস ৬৪০৭) () ইরশাদ করেন: কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম সেই হবে, যে দুনিয়ায় আমার প্রতি অধিকহারে দরূদ শরীফ পাঠ করবে (তিরমিযী, /২৭, হাদীস ৪৮৪) * আল্লাহর যিকির সর্বদাই রূহের খাবার। * অনেক আল্লাহর ওলী তিন তিন বছর পর্যন্ত পানি পান করেনি নি কিন্তু জীবিত ছিলেন কিভাবে? আল্লাহর যিকিরের বরকতে? (মিরাতুল মানাজিহ, ৭/৩২০) * অধিকহারে আল্লাহর যিকির করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে (আরাবী কে সাওয়ালাত অউরী আরবী আক্বা কে জাওয়াবাত, ৩ পৃষ্ঠা) * হযরত সায়্যিদুনা সুলাইমান عَلَیْہِ السَّلَام এর বাণী হলো: মোরগ বলে: اُذْکُرُوا اللہَ یَا غَافِلِیْن অর্থাৎ হে উদাসীনরা! আল্লাহর যিকির করো। (ফয়যুল কদীর, ১/৪৮৮, ৪৯৫নং হাদীসের পাদটিকা) * দরূদে পাক এমন আমাল যে, স্বয়ং আল্লাহ পাকও করে থাকেন (দরূদ সালামের পুষ্পধারা, ১৭ পৃষ্ঠা) * যদি কোন কাজ এমন হয়, যা আল্লাহ পাকও করেন, ফেরেশতারাও করেন এবং মুসলমানদেরও এর নির্দেশ দেয়া হয়েছে তবে তা হলো শুধুমাত্র প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি দরূদ প্রেরণ করা (দরূদ সালামের পুষ্পধারা, ২০ পৃষ্ঠা) * আল্লাহ পাকের দরূদ হলো রহমত অবতীর্ণ করা আর ফেরেশতাদের