Book Name:Shair e Khuda Ka Zuhad
(পারা ৩, আলে ইমরান, আয়াত ১৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: (হে হাবীব!) আপনি বলুন, আমি কি তোমাদেরকে এগুলো অপেক্ষা উৎকৃষ্টতর বস্তুর কথা বলে দেবো? খোদাভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ রয়েছে, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত; (তারা) সেগুলোর মধ্যে স্থায়ীভাবে থাকবে।
অর্থাৎ হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি লোকদেরকে বলে দিন! আমি কি তোমাদেরকে দুনিয়ার ধন-সম্পদ, স্বর্ণ-রৌপ্য, ব্যবসা-বাণিজ্য, বাগান, উত্তম বাহন এবং সর্বোত্তম ঘরের চেয়ে উত্তম ও ভালো বস্তু সম্পর্কে বলবো? শোন! সেটি হলো আল্লাহর নৈকট্যের ঘর অর্থাৎ জান্নাত, যেখানে দুধ, মধু ও পবিত্র শরাব নদী প্রবাহিত হয়। এই জান্নাত পরহেজগারদের জন্য এবং তারা এতে চিরকাল থাকবে।
(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৩, সূরা: আলে ইমরান, ১৫ নং আয়াতের পাদটীকা, ১/৪৪৬)
পরকালের প্রত্যাশী হয়ে যাও...!!
মুসলমানদের চতুর্থ খলিফা, শেরে খোদা হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: শোন! নিশ্চয়, দুনিয়া মুখ ফিরিয়ে নিচ্ছে এবং পরকাল এগিয়ে আসছে, উভয়েরই প্রত্যাশা রয়েছে, তোমরা দুনিয়ার প্রত্যাশী হয়ো না! পরকালের প্রত্যাশী হও...!! নিশ্চয়, আজ আমল করার দিন, আজ হিসাব নয়, আগামীকাল আমল করার সুযোগ নেই, হিসাব নিকাশের দিন হবে। (ফাযায়িলুস সাহাবা, লিআহমদ ইবনে হাম্বল, অধ্যায়:১, ৫৩০ পৃষ্ঠা, হাদীস: ৮৮১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর অল্পতুষ্টতা
প্রিয় ইসলামী বোনেরা! আমাদের আক্বা, মাওলায়ে কায়েনাত মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর পরহেযগারিতার কেমন শান! তিনি ছিলেন আমীরুল মু'মিনীন, মুসলমানদের খলিফা, সিংহাসন ও রাজত্ব ছিল তাঁর, তিনি চাইলে বিলাস বহুল জীবন যাপন করতে পারতেন কিন্তু তিনি তাকওয়া, পরহেযগারীতা, ধৈর্য ও অল্পতুষ্টতার জীবন যাপন করতে পছন্দ করেছেন। হযরত সুভিদ বিন গাফলা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি আমীরুল মু'মিনীন হযরত মওলায়ে কাইনাত, আলীউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট দারূল আমারাত কুফায় উপস্থিত হলাম। তাঁর সামনে যব শরীফের রুটি এবং এক বাটি দুধ রাখা ছিল এবং রুটিটি এতটাই শুকনো ও শক্ত ছিল যে, কখনো হাত দিয়ে আবার কখনো হাঁটুর ওপর রেখে ছিড়তেন। এটা দেখে আমি তাঁর দাসী ফিদ্বা رَضِیَ اللهُ عَنْہَا কে বললাম, তোমার কি তাঁর প্রতি মায়া হয় না? একটু দেখুন না, রুটির সাথে ভুসি লেগে আছে, তাঁর জন্য যব শরীফ ছেঁকে নরম রুটি রান্না করুন, যাতে ছিড়তে কোনো অসুবিধা না হয়। ফিদ্বা رَضِیَ اللهُ عَنْہَا উত্তর দিলেন: আমীরুল মু'মিনীন رَضِیَ اللهُ عَنْہُ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে, তাঁর জন্য কখনো জব শরীফ ছেঁকে রান্না করা হবে না। এমন সময় আমীরুল মু'মিনীন رَضِیَ اللهُ عَنْہُ আমার দিকে মনোনিবেশ করে বললেন: হে ইবনে গাফলা! এই দাসীকে কি বলছো? আমি যা বলেছিলাম তা আরয করলাম এবং আবেদন করলাম: হে আমীরুল মু'মিনীন! নিজের আত্মার প্রতি দয়া করুন এবং এতো বেশি পরিশ্রম করবেন না। তখন