Book Name:Shair e Khuda Ka Zuhad
তিনি বললেন: হে ইবনে গাফলা, উভয় জাহানের মালিক ও মুখতার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর পরিবারবর্গ তিন দিন পর্যন্ত গমের রুটি পেট ভর্তি করে আহার করেননি এবং না কখনো তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য আটা ছেঁকে রান্না করা হয়েছে। একবার মদীনা মুনাওয়ারায় ক্ষুধা খুবই কষ্ট দিলো, তখন আমি মজদুরীর জন্য বের হলাম, দেখলাম এক মহিলা ঢিলা মাটির টুকরো সংগ্রহ করে ভিজাতে চাচ্ছে, আমি তার সাথে প্রতি বালতি একটি খেজুরের বিনিময়ে চুক্তি করলাম, এবং ১৬ বালতি পানি ঢেলে সে মাটি গুলো ভিজিয়ে দিলাম এমনকি আমার হাতে ফোস্কা পড়ে গেল, তারপর আমি সেই খেজুর গুলো নিয়ে হুজুরে আকরাম নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দরবারে উপস্থিত হলাম আর সমস্ত ঘটনা খুলে বললাম, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও এগুলো থেকে কিছু খেজুর আহার করলেন।
(তাযকিরাতুল খাওয়াস, ১১২ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মু'মিনীন, হযরত আলীউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর অনাড়ম্বরতার প্রতি আমাদের জীবন উৎসর্গ হোক। এত যন্ত্রণা সহ্য করা সত্ত্বেও মুখে কখনো অভিযোগ করেননি। খাবারের পাশাপাশি তাঁর পোশাক পরিচ্ছেদও ছিলো অত্যন্ত সাদাসিধে। একবার তাঁর নিকট জিজ্ঞাসা করা হলো: আপনি আপনার পাঞ্জাবীতে তালি লাগান কেন? তিনি বলেন: يَخْشَعُ الْقَلْبُ وَ يَقْتَدِى بِهِ الْمُؤْمِنُ অর্থাৎ এর দ্বারা অন্তরে বিনয় সৃষ্টি হয় এবং এর মাধ্যমে লোকেরা মুমিনের আদর্শ অনুসরণ করে। (হিলয়াতুল আউলিয়া, ১/১২৪) سُبْحٰنَ الله! আহ! হযরত আলীউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর ওসিলায় আমাদেরও যেনো তাকওয়ার ও পরহেযগারীতার সম্পদ নসীব হয়ে যায়। আহ! আমাদের হৃদয় থেকে যদি দুনিয়ার ভালোবাসা বের হয়ে যায়, আমরা পার্থিব ভোগ বিলাসিতার পরিবর্তে আখেরাতের আরাম ও শান্তির প্রত্যাশী হয়ে যাই।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
পরহেযগারীতা অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান
হযরত নওফ বিকালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন, এক রাতে আমীরুল মু'মিনীন মাওলা মুশকিল কুশা হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ বাইরে বের হয়ে তারার দিকে তাকালেন, তারপর বললেন: হে নওফ! ঘুমিয়ে আছো নাকি জেগে আছো? আমি বললাম: হে আমীরুল মু'মিনীন! জেগে আছি। তিনি বললেন: হে নওফ! দুনিয়ায় পরহেযগারীতা অবলম্বনকারী এবং পরকালের প্রতি আগ্রহীদের জন্য সুসংবাদ। এরা সেসব লোক (যারা বসবাসের জন্য উঁচু দালান নির্মাণ করে না) শূন্য জমিকে বেছে নিয়েছে, এর মাটিকে তাদের বিছানা বানিয়েছে এবং এর পানিকে সুগন্ধ বলে মনে করেছে, পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়াকে তাদের পরিচয় ও