Book Name:Shair e Khuda Ka Zuhad
আমাদের দরূদ হলো রহমতের দোয়া করা। (দরূদ ও সালামের পুষ্পধারা, ২১ পৃষ্ঠা) * দরূদ শরীফ পাঠ করা মূলত আপন প্রতিপালকের দরবারে প্রার্থনা করার একটি অনন্য মাধ্যম। (দরূদ ও সালামের পুষ্পধারা, ২২ পৃষ্ঠা) * দরূদ ও সালাম পাঠ করা আল্লাহ পাক ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টির মাধ্যম। (দরূদ ও সালামের পুষ্পধারা, ১২ পৃষ্ঠা) * বরকত লাভ, উন্নতি, মারিফাত এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য পাওয়ার জন্য অধিকহারে দরূদ ও সালাম পাঠ করার চেয়ে বড় কোন মাধ্যম নেই। (দরূদ ও সালামের পুষ্পধারা, ১৭ পৃষ্ঠা) * দরূদ পাক দোয়া কবুল হওয়ার মাধ্যম। (ফেরদাউসুল আখবার, ২/২২, হাদীস ৩৫৫৪) * দরূদে পাক সকল চিন্তাভাবনাকে দূর করার জন্য এবং সকল চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। (দুররে মনসুর, পারা ২২, আহযাব, ৫৪নং আয়াতের পাদটিকা, ৪/৬৫৪) * দরূদে পাক গুনাহের গুনাহের কাফফারা স্বরূপ। (জিলাউল আফহাম, ২৩৪ পৃষ্ঠা) * সদকার স্থলাবিষিক্ত বরং সদকার চেয়েও উত্তম। (জযবুল কুলুব, ২২৯ পৃষ্ঠা) * দরূদ শরীফের মাধ্যমে বিপদাপদ দূর হয়। * অসুস্থতা থেকে আরোগ্য লাভ হয়। * ভয় দূর হয়। * অত্যাচার থেকে মুক্তি অর্জিত হয়। * শত্রুর উপর বিজয় লাভ হয়। * দরূদে পাক পাঠ করাতে কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি অর্জিত হয়। * মৃত্যুর সাকারাত সহজ হয়। * দুনিয়ার ধ্বংসলীলা থেকে মুক্তি অর্জিত হয়। * অভাব দূল হয়। * ভুলে যাওয়া বিষয় স্মরনে আসে। (জযবুল কুলুব, ২২৯ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد