Shair e Khuda Ka Zuhad

Book Name:Shair e Khuda Ka Zuhad

প্রতিশ্রুতি দিয়েছেন যে, اَنْ لَّا یُحِبَّنِیْ اِلّا مُؤْمِن وَ اَنْ لَّا یُبْغِضَنِیْ اِلّا مُنَافِق অর্থাৎ মুমিন ব্যতীত আমাকে কেউ ভালোবাসবে না এবং মুনাফিক ব্যতীত আমার প্রতি কেউ বিদ্বেষ করবে না। (মুসলিম, কিতাবুল ঈমান, ৫০ পৃষ্ঠা, হাদীস ৭৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

শেরে খোদার দুনিয়াবিমুখতা

          প্রিয় ইসলামী বোনেরা! মাওলায়ে কায়েনাত, মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর অসংখ্য উচ্চ গুণাবলী রয়েছে। তাঁকে হাদীস শরীফে بابُ مَدِينَةِ الْعِلْمِ (অর্থাৎ জ্ঞানের শহরের দ্বার) বলা হয়েছে।

(মুজামে-কবীর, ৫/২৬৪, হাদীস ১০৮৯৮)

 

          * তাঁর সাহসীকতা ও বীরত্বের কোনো তুলনা নেই, এমনও বলা হয়েছে যে, لَا سَیْفَ اِلَّا ذُوالْفِقَارِ وَلَا فَتٰی اِلَّا عَلِیٌّ অর্থাৎ (আলী ব্যতীত কোনো যুবক নেই, যুলফিকার ব্যতীত কোনো তরবারি নেই। (তারিখে মদীনা দামেশক, ৪২/৭১) * এমনিতেই মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ তাকওয়া, তাঁর পরহেযগারীতা
* তাঁর নবী প্রেম * তাঁর খোদা প্রেম * তাঁর ইবাদতের আগ্রহ, মোটকথা; অগণিত অর্থাৎ অসংখ্য গুণাবলী এমন রয়েছে যা আমরা মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনী থেকে শিক্ষা পাই।

 

সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দুনিয়াবিমুখ

          মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর উচ্চ গুণাবলী ও কৃতিত্বের মধ্যে একটি অন্যতম গুণাবলী হলো: শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর পরহেযগারীতা এবং দুনিয়ার প্রতি অনাসক্তি। এটি হযরত আলীর অন্যতম  গুণাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। যুগের মহান মুহাদ্দিস হযরত সুফিয়ান বিন উয়াইনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان মধ্যে সবচেয়ে বেশি দুনিয়াবিমুখ হলেন আমীরুল মু'মিনীন হযরত আলীউল মুরতাদ্বা  رَضِیَ اللهُ عَنْہُ (ইহইয়াউল উলুমুদ্দীন, ৪/২৯০)

 

হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সৌন্দর্য ছিল পরহেযগারীতা

          সাহাবীয়ে রাসূল হযরত আম্মার বিন ইয়াসির رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদিন হযরত মওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করলেন: হে আলী! আল্লাহ পাক তোমাকে এমন সৌন্দর্য্যে সৌন্দর্য মন্ডিত করেছেন যে, এর চেয়ে পছন্দনীয় সৌন্দয্য দ্বারা তিনি কাউকে সজ্জিত করেননি। হ্যাঁ এটিই আল্লাহ পাকের নেককার বান্দাদের সৌন্দর্য অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্ততা, তাই এখন তোমার সাথে দুনিয়ার কোন