Book Name:Shair e Khuda Ka Zuhad
নীতিবাক্য বানিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর মতো দুনিয়া থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করেছে। (হিলয়াতুল আউলিয়া, ১/১২০)
আমীরুল মু'মিনীন হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, নূর নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি পৃথিবীতে পরহেযগারীতা অবলম্বন করে, আল্লাহ পাক তাকে ইলমে লাদুনি দান করেন এবং কোন মাধ্যম ছাড়াই হেদায়েত দান করেন।" অন্তর্দৃষ্টির নূর দান করেন এবং গুমরাহী ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন।
(হিলয়াতুল আউলিয়া, ১/১১৩, হাদীস:২২৫)
হে আলী! তখন তুমি ঐ সময়ে কি করবে...!!
প্রিয়
ইসলামী বোনেরা! আমরা যখন তাকওয়া, পরহেযগারীতা দুনিয়া বিমুখতা ইত্যাদির বয়ান শুনি, তখন শয়তান অন্তরে কুমন্ত্রণা দেয়
যে, এখন তো সেই পরিস্থিতি নেই, পৃথিবী বদলে গেছে, এসব এখন হতে পারে না, সমাজকে সঙ্গে নিয়ে চলতে হবে ইত্যাদি।
আসুন! এই কুমন্ত্রণা নিরাময়ের জন্য একটি পবিত্র হাদীস শ্রবণ করি, মুসলমানদের চতুর্থ খলিফা, মাওলা আলী মুশকিল কোশা, শেরে খোদা رَضِیَ اللهُ
عَنْہُ বলেন:
একদিন আল্লাহ পাকের শেষ নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم আমাকে
ইরশাদ করলেন: হে আলী! মানুষ যখন পরকালের প্রতি বিমুখ হয়ে পড়বে, দুনিয়াকে ভালোবাসবে, ওয়ারিশের সম্পদ আত্মসাৎ করবে, ধন-সম্পদকে অত্যধিক ভালোবাসবে, ধর্মকে বিকৃত করবে এবং রাজত্বের
প্রতি ঝুঁকে পড়বে,
তখন তুমি
কী করবে? হযরত মওলা আলী رَضِیَ اللهُ
عَنْہُ বললেন:
ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! اِنْ شَآءَ الله আমি সেই লোকদের এবং তারা
যা বেছে নিয়েছে তা ছেড়ে দেব। আমি আল্লাহ পাক ও তাঁর রাসূল
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং
আখেরাতকে বেছে নেব এবং আমি (মৃত্যুর আগ পর্যন্ত) দুনিয়ার কষ্ট ও দুর্যোগে ধৈর্য ধারণ
করবো, এমনকি আমি আপনার সাথে সাক্ষাৎ
করবো। একথা শুনে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি সত্য
বলেছো। হে আল্লাহ পাক,
আলীকে এমনটি
করার তৌফিক দান করুন। (কানযুল উম্মাল, অংশ:১১, ৬/১২৫, হাদীস: ৩১৫১৬)
আসুন আমরা একটু সমাজে পর্যবেক্ষণ করি, পবিত্র হাদীসে যা বর্ণিত হয়েছে তা কি সমাজের মানচিত্রে পরিলক্ষিত হচ্ছে না...? * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ পরকালের প্রতি অনাসক্ত হয়ে পড়বে। বর্তমানে মানুষ আখেরাতের চিন্তা থেকে অনেক দূরে, বিপুল সংখ্যক মানুষ কবর ও আখেরাতের স্মরণ থেকে উদাসীন। * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ এই দুনিয়াকে ভালোবাসবে। আজ পৃথিবীর বেশীর ভাগ মানুষই দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছে। * প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “মানুষ উত্তরাধিকারের সম্পদ আত্মসাৎ করবে। আজ উত্তরাধিকারীদের সম্পদ বন্টনের ক্ষেত্রে বিশ্বাস ঘাতকতা করা হচ্ছে, অন্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে। উত্তরাধিকার সূত্রে যাদের অধিকার রয়েছে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ