Book Name:Ba Wazu Rehne Ke Fazail

          তারপর তিনি বললেন: اَ ین السائل? প্রশ্নকর্তা কোথায়? সেই ব্যক্তি উপস্থিত হলোতিনি বললেন: এখন জিজ্ঞেস করো! সে বললো, اَسْاَلُکَ عَنْ بَدْءِ الْوُضُوْءِ کَیْفَ کَانَ وَ اَیْنَ کَان অর্থাৎ এটা বলুন যে, অযুর সূচনা কখন এবং কিভাবে হয়?এখন শুনুন! জ্ঞানের শহরের দরজার উত্তর.....!! মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন, যখন আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন:

اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَۃً ؕ

(পারা: ১, সূরা: বাকারা, আয়াত: ৩০)              কানযুল ঈমান থেকে অনুবাদ: আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী

 

          উত্তরে ফেরেশতারা আরয করলেন:

اتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدماء

(পারা: ১, সূরা: বাকারা, আয়াত: ৩০)            কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি কি পৃথিবীতে এমন কোন সৃষ্টিকে (প্রতিনিধি) করবেন, যে তাতে ফ্যাসাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে

 

          ফেরেশতারা এটি আপত্তি হিসাবে বলেননি, তারা কেবল রহস্য জানতে চেয়েছিলেন এবং বলছিলেন, "মাওলা! আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আমাদের খলিফা হিসাবে নিয়োগ করা হোক, মানুষকে খলিফা বানানোর মধ্যে কী রহস্য লুকায়িত রয়েছে?) তখন মহান আল্লাহ বলেন:

اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ (۳۰)

(পারা: ১, সূরা: বাকারা, আয়াত: ৩০)            কানযুল ঈমান থেকে অনুবাদ: আমার জানা আছে যা তোমরা জানো না

          বিশ্বজগতের প্রতিপালকের এই উত্তর শুনে ফেরেশতারা ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন, তাদের মনে হলো যে, আমরা আল্লাহর সামনে খুবই দুঃসাহসিক কাজ করে ফেলেছি, তাই তাঁরা খোদাভীতির কারণে আরশের তাওয়াফ করতে থাকেনএতে আল্লাহ পাক বললেন, হে ফেরেশতা! তোমরা কি আমার ক্ষমা এবং সন্তুষ্টি চাও? তাঁরা বললেন: জী হ্যাঁ মাওলা! আমরা আপনার ক্ষমা এবং সন্তুষ্টি লাভের চেয়ে অধিকতর অন্য কিছুতে আগ্রহী নইতখন আল্লাহ পাক বললেন: আরশের পাদদেশে একটি নদী আছে, যাকে নাহরুল-হাইওয়ান (نَھْرُ الْحَیْوَان) বলে, সেখানে যাও! ফেরেশতারা সেখানে উপস্থিত হলেনআল্লাহ পাক বললেন: কব্জি পর্যন্ত হাত ধৌত করো! ফেরেশতারা তাদের হাত ধুয়ে নিলেনআল্লাহ রাব্বুল আ'লামীন বললেন: تَمَضْمَضُوا ثَلَاثًا তিনবার নাকে পানি প্রবাহিত করো! ফেরেশতারা এমনই করলেনঅতঃপর তিনি বললেন: তোমার মুখমণ্ডল ধৌত করো! ফেরেশতারা তাদের মুখমণ্ডল ধুয়ে নিলেনএখন আদেশ হলো: কনুইসহ হাত ধৌত করো! ফেরেশতারা বাহুও ধৌত করলেনঅতঃপর আদেশ দেয়া হলো: মাথা মাসেহ করো ! তাঁরা মাথাও মাসেহ করলোঅবশেষে আদেশ দেয়া হলো: এবার পাও ধুয়ে নাও! ফেরেশতারাও পা ধৌত করলেন(এসব অঙ্গ-প্রত্যঙ্গ ফেরেশতাদেরও আছে, তবে সেগুলো