Book Name:Ba Wazu Rehne Ke Fazail
আল্লাহর অশেষ রহমতের প্রতি উৎসর্গ হোন! জাহান্নামের আগুন এই পার্থিব আগুনের চেয়ে কয়েকগুণ শক্তিশালী, অযুতে যে পানি ব্যবহার করা হয় তা খুবই অল্প পরিমাণ, কিন্তু আল্লাহ পাক তাঁর কৃপায় এই সামান্য পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! অযুর মধ্যে চারটি ফরয: (১) কনুইসহ হাত ধৌত করা (২) মুখমন্ডল ধৌত করা (৩) মাথা মাসেহ করা (৪) এবং গোড়ালিসহ পা ধৌত করা। অযুতে এই ৪টি ফরয কেন রাখা হয়েছে? ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর একটি রহস্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেন: কিয়ামত দিবসে ৪টি (প্রধান) শাস্তি রয়েছে: (১): মুখমণ্ডল কালো হয়ে যাবে, আল্লাহ পাক বলেন:
يَوْمَ تَبْيَضُ وُجُوهٌ وَ تَسْوَدُوجُوهُ
(পারা: ৪, সূরা: আলে ইমরান, আয়াত: ১০৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে।
(২): বাম হাতে আমলনামা হস্তান্তর:
আল্লাহ পাক বলেন:
أَمَّا مَنْ أُوتِيَ كِتْبَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يُلَيْتَنِي لَمْ أَوْتَ كِتَبِيَهُ
(পারা: ২৯, সূরা: আল হাক্বা, আয়াত: ২৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ঐ ব্যক্তি যার আপন আমলনামা বাম হাতে দেওয়া হবে, বলবে হায়! কোন মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো।
(৩-৪): মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে
সূরা রহমানে আছে:
يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيمُهُمْ فَيُؤْخَةٌ بِالنَّوَامِي وَالْأَقْدَامِ
(পারা: ২৭, সূরা আর রহমান: ৪১) কানযুল ঈমান থেকে অনুবাদ: অপরাধীগণকে তাদের চেহারা দ্বারাই চেনা যাবে, সুতরাং মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
যেন আল্লাহ পাক বলেন: হে আমার বান্দাগণ! অযুতে মুখমণ্ডল ধৌত করো, যাতে কিয়ামতের দিন তোমাদের মুখমণ্ডল কালো না হয় বরং মুখমণ্ডল উজ্জ্বল থাকে। * তোমাদের হাত ধৌত করো, যাতে কিয়ামতের দিন তোমাদের আমলনামা বাম হাতে দেওয়ার পরিবর্তে ডান হাতে দেয়া হয় * তোমাদের মাথা মাসেহ কর, যাতে তোমাদের কপাল ধরে জাহান্নামে নিক্ষেপ করা না হয় বরং তোমাদের মাথায় যেনো জান্নাতী মুকুট পরানো হয়।