Book Name:Ba Wazu Rehne Ke Fazail

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত ওসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ'র নবীপ্রেম

          মুসলমানদের তৃতীয় খলিফা, আমীরুল মুমিনীন, হযরত সায়্যিদুনা ওসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ একদা এক জায়গায় পৌঁছে অযুর জন্য পানি আনালেন এবং অযু করলেন, অতঃপর হঠাৎ মুচকি হাসলেন এবং সঙ্গীদেরকে বললেন: "আপনারা কি জানেন! আমি কেন মুচকি হাসলাম?" অতঃপর তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন: একদা হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই স্থানে অযু করেছিলেন এবং অযু শেষ করে মুচকি হেসেছিলেন এবং সাহাবায়ে কিরামদের عَلَيْهِمُ الرِّضْوان লক্ষ্য করে ইরশাদ করেন: "তোমরা কি জানো, আমি কেন হেসেছি?” অতঃপর নিজেই ইরশাদ করলেন: যখন মানুষ অযু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহ্, মুখমন্ডল ধোয়ার সময় মুখমন্ডলের গুনাহ্, মাথা মাসেহ করার সময় মাথার গুনাহ্, আর পা ধোয়ার সময় পায়ের গুনাহসমূহ ঝরে যায়(মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ১/১৯০, হাদীস নং- ৪২৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নবীর কর্মের প্রতি ভালোবাসা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো! সাহাবায়ে কেরাম عَلَيْهِمُ الرِّضْوان নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র প্রতিটি কর্ম ও প্রতিটি সুন্নাতকে মনে প্রাণে নিজের মধ্যে ধারণ করতেনসাহাবায়ে কেরাম عَلَيْهِمُ الرِّضْوان দের বরকতময় জীবনের মোহনীয় ও ভালোবাসা সুলভ দিক হলো, ব্যস যখনই তাঁরা জানতে পারতেন যে, এই কাজটি হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم করেছেন তখনই অবিলম্বে সেই কাজটি করা এবং নববী সুন্নাত আদায় করা যেনো তাদের জীবনের লক্ষ্যবস্তু হয়ে যেতোসাহাবায়ে কেরাম عَلَيْهِمُ الرِّضْوان দের জীবনী অধ্যয়ন করে দেখুন! তাঁরা নববী সুন্নত পালনের ক্ষেত্রে কখনো এটা ভাবেননি যে, আমরা যদি এটা করি তাহলে আমরা এর প্রতিদান কী পাবো!তাঁদের প্রেমময় চিন্তাধারা ছিল যে, এই কাজটি আমাদের প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم করেছেন তাই আমাদেরও করতে হবে, কেন করতে হবে? করলে কী পাবো? না করলে ক্ষতি কী? এরকম চিন্তায় তাঁরা বিভোর হতেন না * মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: "রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যা করতেন, আমি তা কোনো ভাবেই ছাড়তাম নাযদি আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم'র জীবনী থেকে কোনো কিছু ত্যাগ করি, তাহলে আমার ভয় হয় আমি যেনো সুন্নাত থেকে বিমুখ ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হয়ে যায়(বুখারী, ৭৯৩ পৃষ্ঠা, হাদীস: ৩০৯৩)
* মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন  থেকে আমি নূর নবী রাসূলে আরবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে না ছেঁকে আটার রুটি খেতে দেখেছি, তারপর থেকে আমার জন্য কখনো ছেঁকে আটার রুটি বানানো হয়নি(তাবকাতুল ইবনে সা', ১/৩০১) * মুসলমানদের