Ba Wazu Rehne Ke Fazail

Book Name:Ba Wazu Rehne Ke Fazail

وَ اَیْدِیْکُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْکُمْ مِّنْ حَرَجٍ وَّ لٰکِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَکُمْ وَ لِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْکُمْ لَعَلَّکُمْ تَشْکُرُوْنَ

(পারা ৬, সূরা: মায়েদা, আয়াত: ৬)              কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য দাঁড়াতে চাও, তখন স্বীয় মুখমণ্ডল ধৌত করো এবং কনুই পর্যন্ত হাতও; এবং মাথা মাসেহ করো; এবং পায়ের গিট পর্যন্ত ধৌত করোআর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয়, তবে বিশেষভাবে পবিত্র হও; এবং তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের থেকে কেউ পায়খানা-প্রস্রাবের স্থান থেকে আগমন করে অথবা তোমরা স্ত্রীর সাথে সংগম করো এবং এ সমস্ত অবস্থায় পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা 'তায়াম্মুম' করোতখন আপন মুখ ও হাতগুলো তা'দ্বারা মাসেহ করোআল্লাহ্ চান না যে, তোমাদের কোন কষ্ট হোক; হ্যাঁ, এটাই চান যে, তোমাদেরকে অতিমাত্রায় পবিত্র করবেন এবং স্বীয় অনুগ্রহ তোমাদের প্রতি সম্পূর্ণ করে দেবেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো

 

          উক্ত আয়াতে পানির সংকটের ক্ষেত্রে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে, এতে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان বললেন: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آل ابی بکر অর্থাৎ হে আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ'র সন্তানগণ, এটি তোমাদের প্রথম বরকত নয়? (মুসলমানরা তোমাদের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পেয়েছে)(বুখারী, কিতাবুল তায়াম্মুম, ১৫৫পৃষ্ঠা, হাদীস: ৩৩৪)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনিতে তো এই আয়াতে অনেক মাদানী ফুল রয়েছে, বিশেষ করে এতে ২টি জিনিস উল্লেখ করা হয়েছে; (১): অযুর ৪টি ফরয বয়ান করা হয়েছে (২) পানি দিয়ে অযু করার এবং পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করার নির্দেশ দেওয়া হয়েছে এই উভয় বিষয় সম্পর্কে হুজ্জাতুল-ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত চমৎকার মাদানী ফুল দিয়েছেন, আসুন শ্রবণ করি,

 

জাহান্নামের আগুন নিভে গেছে

          ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পবিত্রতার জন্য (অর্থাৎ অযু ও গোসল) শরিয়ত দু'টি জিনিসকে নির্ধারণ  করেছে: (১): পানি (২): মাটিপানি দিয়ে আমরা অযু ও গোসল করি, মাটি দিয়ে তায়াম্মুম করিইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একটু ভাবুন তো! পৃথিবীতে এ দু'টি জিনিস অগ্নি নির্বাপনের কাজে আসে, আগুনে পানি ঢাললে আগুন নিভে যাবে, পানি না থাকলে মাটি ঢাললে এতেও আগুন নিভি যাবেজানা গেল; পানি এবং মাটি উভয়ই অগ্নি নির্বাপক হিসাবে কাজ করেঅতএব যখন একজন মু'মিন ব্যক্তি এগুলো দ্বারা অযু ও গোসল করে, তখন তার বরকতে اِنْ شَآءَ الله জাহান্নামের আগুন নিভে যাবে(সালওয়াতুল আরেফীন, পৃষ্ঠা: ১৬৪)

          এখানে আল্লাহ পাকের আরেকটি অশেষ মেহেরবানী দেখুন! আগুনের কাজ হলো: পোড়ানোপানির কাজ হলো: নির্বাপন করা এই পার্থিব আগুন, যা জাহান্নামের আগুনের চেয়ে অনেক গুণ হালকা ও নিস্তেজ, এই আগুন নিভাতে চাইলে বেশি পানির প্রয়োজন, যদি আগুন বেশি লাগে, আর পানি কম থাকে তাহলে পানি জ্বলে যাবে কিন্তু আগুন নির্বাপন হবে নাআর