Ba Wazu Rehne Ke Fazail

Book Name:Ba Wazu Rehne Ke Fazail

কেমন, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন) যাই হোক! যেভাবে হুকুম দেওয়া হয়েছিল, ফেরেশতারাও সেভাবে করলেন, অতঃপর আল্লাহ পাক বললেন: এখন এভাবে বলো!

سُبْحٰنَکَ اللّٰہُمَّ وَبِحَمْدِکَ اَشْہَدُ اَنْ لَّا اِلٰہَ اِلَّا اَنْتَ اَسْتَغْفِرُکَ وَ اَتُوْبُ اِلَیْک

          ফেরেশতারা অনুরূপ বললেনযখন সবকিছু সম্পন্ন করলেন, তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ পাক! আমরা যা করলাম তা কী ছিল? মহান আল্লাহ পাক বললেন: হে ফেরেশতা! যে ঈমানদার তোমাদের মতো করবে, আমি তাকে আমার ক্ষমা ও সন্তুষ্টি দিয়ে ধন্য করবোযখন তারা হাত ধৌত করবে তখন হাতের, কুলি করলে মুখের ভিতরের, নাকে পানি প্রবাহিত করলে নাকের, মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডলের, পা ধৌত করলে পায়ের গুনাহ সমূহ ঝড়ে যাবে, যদিওবা (সে গুনাহ)  জমিন ও আসমান পরিমাণ থাকুক না কেনো এবং যখন তারা মাথা মাসেহ করে তখন আমার রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ফেরেশতারা বললেন: হে আল্লাহ পাক! এটা কি আমাদের জন্য নির্দিষ্ট ?তিনি বললেন: এটা তোমাদের জন্যও এবং আমি যাদের প্রতিনিধি বানাবো (অর্থাৎ হযরত আদম عَلَیْہِ السَّلَام) এবং তাঁর আওলাদের জন্যও এই ফযীলত রয়েছে

(সালওয়াতুল আরেফীন, ১৭০পৃষ্ঠা)

 

          سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের কেমন অশেষ দয়াহায়! আমাদের যদি গুনাহ মাফ, মাগফিরাত ও ক্ষমা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির দৌলতনসীব হয়ে যায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সিদ্দিকে আকবরের পরিবার বর্গের উসিলায় উম্মতের উপর দয়া

          বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, একদা প্রিয় নবী মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان নিয়ে সফরে ছিলেন, মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا ও সফরসঙ্গী ছিলেনপথিমধ্যে কোথাও হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا 'র গলার হার হারিয়ে যায়, ফলে হারটি অনুসন্ধানের জন্য কাফেলাটি থামানো হয়রাত হয়ে গিয়েছিলো, চারদিক আঁধারে আচ্ছন্ন ছিলো, অতএব রাতটি সেই স্থানেই অতিবাহিত করা হলো, যখন ফজরের নামাযের সময় হলো, তখন অযু করার প্রয়োজন হলো কিন্তু পানি ছিলো না, এ উপলক্ষ্যে ৬ পারা  সূরা মায়েদার ৬ নং আয়াত অবতীর্ণ হলো আল্লাহ পাক ইরশাদ করলেন:

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوۃِ فَاغْسِلُوْا وُجُوْهَکُمْ
وَ اَیْدِیَکُمْ اِلَی الْمَرَافِقِ وَ امْسَحُوْا بِرُءُوْسِکُمْ وَ اَرْجُلَکُمْ اِلَی الْکَعْبَیْنِ ؕ وَ اِنْ کُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَ اِنْ کُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْکُمْ مِّنَ الْغَآئِطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِکُمْ