Book Name:Ba Wazu Rehne Ke Fazail

          হে আমার বান্দারা! পা ধৌত করো, যাতে তোমাদের পা নরকের শেকলে বন্দী না হয় এবং পুলসিরাতে তোমাদের পা নড়বড়ে না হয়, বরং তোমরা স্বাচ্ছন্দে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে পারো!

(সালওয়াতুল আরেফীন, ১৭১পৃষ্ঠা)

          হে আশিকানে রাসূল! আমরা শুনলাম অযুর কতো মহান ফযীলত রয়েছে, অযু করলে গুনাহ ঝরে যায় *  এর বরকতে اِنْ شَآءَ الله! হাশরের দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে * মুখমণ্ডল কালো হবে না বরং আলোয় ঝলমল করবে* পুলসিরাতে দৃঢ়তা নসীব হবে এবং اِنْ شَآءَ الله জান্নাতে প্রবেশ নসীব হবে

          তাই আমাদের উচিত আমরা যেনো সদা-সর্বদা অযু অবস্থায় থাকার অভ্যাস গড়িআমরা অলসতা করি, হায়! আমরা যেন এই অলসতা দূর করে অযু করার ক্ষেত্রে তৎপরতা দেখাই, অযু ভেঙ্গে গেলে শীঘ্রই আবার অযু করার অভ্যাস গড়ে নিই, اِنْ شَآءَ الله! এই সাময়িক শ্রম কিয়ামতের দিন স্বস্তির উৎস হবেআসুন! আরো উৎসাহ গ্রহণার্থে অযুর ফযীলত সম্পর্কিত হাদীস শরীফ শ্রবণ করি:

 

অযুর ফযীলত সম্পর্কিত ৩টি হাদীস

          (১): হযরত সাওবান رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সোজা থাকো কিন্তু তোমরা এটা করতে পারবে না এবং জেনে রেখো, তোমাদের সর্বোত্তম আমল হলো নামায, আর অযুর হেফাযত কেবল মুমিনরাই করে থাকে(ইবনে মাজাহ, কিতাবুল ত্বাহারাত, : ৫৮পৃষ্ঠা, হাদীস: ২৭৭) (অর্থাৎ সর্বদা সঠিকভাবে অযু করা একজন পূর্ণ মুমিনের চিহ্ন।) (২) নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করেন: "বৎস! যদি তোমার পক্ষে সর্বদা অযু অবস্থায় থাকা সম্ভব হয় তাহলে সর্বদা অযু অবস্থায় থেকো কেননা, 'মালাকুল মওত' অযু অবস্থায় যাঁর রূহ কবজ করে তাঁর জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেয়া হয়।" (শুয়াবুল ঈমান, ৩/২৯ পৃষ্ঠা, হাদীস- ২৭৮৩) একটি হাদীসে পাকে বর্ণিত রয়েছে: "অযু অবস্থায় শয়নকারী ব্যক্তি একজন রোযাদার ইবাদাতকারীর ন্যায়।" (কানযুল উম্মাল, অধ্যায়: ৯ম, ৫/১২৩ পৃষ্ঠা, হাদীস: ২৫৯৯৪)

          سُبْحَانَ الله! মহান আল্লাহ আমাদের সর্বদা অযু করার তৌফিক দান করুনاٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

৪৩ নং নেক আমল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরে-আহলে-সুন্নাত প্রদত্ত "৭২টি নেক আমল" নামক পুস্তিকাটি আমাদের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণের জন্য একটি চমৎকার মাধ্যম, যদি আমরা প্রতিদিন এই পুস্তিকাটি পূরণ করতে সফল হই তবে এর বরকতে দুনিয়া ও আখিরাত সজ্জিত হবেআসুন এই পুস্তিকা থেকে একটি নেক আমল সম্পর্কে শুনি, ৪৩ নং নেক আমলটি হলো: আপনি কি পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত থেকে উন্নত বৈশিষ্ট্য অবলম্বন করেছেন? (পরিষ্কার পরিছন্নতা: অর্থাৎ: শরীর ও পোশাক ঘর ও যেখানে কাজ করেন সেই জায়গা এবং সেখানকার