Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
আল্লাহ পাকের পবিত্র নাম اَلْغَنِیُّ
আল্লাহ পাকের আসমায়ে হুসনার মধ্যে এক পবিত্র নাম: اَلْغَنِیُّ। এর অর্থ হলো অমুখাপেক্ষী। যিনি কারো মুখাপেক্ষী নন। (আল মাকসাদুল আসনা, পৃঃ ১২৮) আল্লাহ পাকের এই পবিত্র নাম اَلْغَنِیُّ এর মাধ্যমে জানা গেলো যে, আল্লাহ হলেন সেই পবিত্র সত্তা যে, সবাই তাঁর মুখাপেক্ষী কিন্ত তিনি কারো মুখাপেক্ষী নন।
আল্লাহ পাককে মুখাপেক্ষী বলা কুফরী
আফসোস! ইলমে দ্বীন থেকে দূরত্ব, আমাদের এখানে কিছু মূর্খ আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষীতার সম্পর্ক করে থাকে। যেমন- কোনো নেককার লোকের ইন্তেকাল হলে তখন বলে: নেককার লোকদেরও আল্লাহ পাকের প্রয়োজন হয় * ছোট শিশু মারা গেলে তখন কতিপয় সমবেদনাকারী বলে দেয় যে, আপনার ফুলের মতো শিশুর হয়তো আল্লাহর প্রয়োজন ছিল। (কুফরি কালিমাত কে বারে মে সাওয়াল জাওয়াব, পৃঃ ৪৮৯-৪৯০) এমনিভাবে আরো কুফরি বাক্য বলে থাকে। মনে রাখবেন! আল্লাহ পাককে মুখাপেক্ষী বলা কুফরী। আল্লাহ পাক কোরআনুল করীমে ইরশাদ করেন:
يا اَیُّہَا
النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَی اللّٰہِ ۚ
وَ
اللّٰہُ ہُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ (۱۵)
(পারা ২২, সুরা ফাতির, আয়াত: ১৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: হে মানবকুল তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত।
হে আশেকানে রাসূল! আল্লাহ পাকের এই পবিত্র
নাম اَلْغَنِیُّ এর ব্যাপারে ভাবুন, এর অর্থ ও সারমর্ম অন্তরে বসিয়ে
নিন! আল্লাহ পাক অমুখাপেক্ষী *
এখন আত্মগৌরবকারীরা ভাবুন * যারা নিজের জ্ঞানের উপর
গর্ব করে * যারা নিজের জ্ঞান ও বুদ্ধিমত্তার
উপর গর্ব করে
* যারা নিজের নেকীর উপর
দম্ভ করে, আল্লাহ পাকের অমুখাপেক্ষীতাকে ভুলে
যাওয়া ব্যাক্তিরা ভাবুন * যারা ধন সম্পদের উপর গর্ব
করে তারাও ভাবুন * যারা অপরকে তুচ্ছ করেন
* ভাই বোন থেকে, নিকটাত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন
করেন * অহংকারের স্বীকার হন, তারা ভাবুন * যারা অন্যের উপর জুলুম করেন * যারা ঘুষ খান * যারা প্রকাশ্য গোনাহ করেন * যারা গোপনে আল্লাহ পাকের নাফরমানি
করেন সবাই ভাবুন, আল্লাহ পাক অমুখাপেক্ষী, তিনি চাইলে গরীবকে ধনী করে দিবেন, ধনীকে গরীব করে দিবেন, অহংকারীর অহংকার মাটির সাথে মিশিয়ে
দিবেন, দয়া করলে লক্ষ লক্ষ গুনাহগারকে
বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আর ন্যায়বিচার করলে বড় থেকে বড় নেককার কেঁপে উঠবে, তিনি মালিক, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তাই আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ
পাকের অমুখাপেক্ষীতাকে ভয় করা।
হে আশেকানে রাসূল! আমরা আল্লাহ পাকের ৯৯টি আসমায়ে হুসনার মধ্যে থেকে শুধুমাত্র ২টি আসমায়ে হুসনার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেছি। একটু ভাবুন! এই পবিত্র আসমায়ে হুসনার মধ্যে ইলম ও হিকমতের কেমন অমুল্য মুক্তা লুকায়িত রয়েছে। যদি আমরা ৯৯ আসমায়ে হুসনা