Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
সীমারেখা থেকে বের হয়ে যায় * এমনিভাবে কিছু বিবেকহীন এমনও রয়েছে যারা নিজের পক্ষ থেকে আল্লাহর পানাহ! আল্লাহ পাককে পরামর্শ দেওয়ার দুঃসাহস করে বসে যেমনঃ আল্লাহ পাক এটা কেন করলেন? এই জিনিসটা এরকম নয় এই ধরনের হওয়া উচিত ছিলো ইত্যাদি ইত্যাদি اَسْتَغْفِرُ الله ! اَسْتَغْفِرُ الله ! হে আশেকানে রাসূল! একটু ভাবুন! কেমন মূর্খতা ....! ওলামায়ে কেরাম বলেন: আল্লাহ পাকের প্রতি আপত্তি করে এটা বলা যে, আল্লাহ পাক ফজরের নামায খুব তাড়াতাড়ি করে দিয়েছেন এটাও কুফরী বাক্য।
(কুফরী কালিমাত কে বারে মে সাওয়াল জাওয়াব, পৃঃ ১৪১)
হায়! লোকেরা অনুভূতিহীন হয়ে পড়েছে, মুখ চলে, এবং চলতেই থাকে। মুখ থেকে অভিযোগ বের হয়, গালি বের হয়, কুফরী বাক্য বের হয় কোন খবর থাকে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান হিফাজত করুন।
প্রিয় ইসলামি ভাইয়েরা! যদি আমরা আল্লাহ পাকের পবিত্র নাম اَلْحَکِیْمُ কে বুঝি এর অর্থ ও সারমর্মকে অন্তরে বসিয়ে নেই, এর ব্যাপারে গভীর চিন্তাভাবনা করতে থাকি اِنْ شَآءَ الله এর বরকতে আল্লাহ পাকের প্রতি আপত্তি করা থেকে বেঁচে যাবো। যখন মানসিকতা এরুপ হবে যে, আল্লাহ পাক যা করেন এর মধ্যে হাজারো হিকমত রয়েছে তাহলে স্পষ্ট যে, তখন মানুষ অভিযোগ কেনো করবে। এমনিভাবে যদি আমরা আল্লাহ পাকের পবিত্র নাম اَلْحَکِیْمُ কে বুঝে নিই, সেটাকে অন্তরে বসিয়ে নেই এবং এর উপর পূর্ণ আস্থা রেখে চিন্তা ভাবনা করতে থাকি তবে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। যেমন- * পবিত্র নাম اَلْحَکِیْمُ এর মারিফতের বরকতে ধৈর্যধারণ করাটা সহজ হবে, কোনো পেরেশানি আসুক, বিপদ আসুক, দুঃখ যন্ত্রণা, চিন্তা, অসুস্থতা, ঋণগ্রস্ততা, অভাব অনটন আসুক তখন মানসিকতা তৈরী করুন যে, আল্লাহ পাক হাকিম। অবশ্যই এই পেরেশানি, বিপদ আপদ, দুঃখ যন্ত্রণা ইত্যাদিতে কোনো হিকমত রয়েছে * গরীব লোক কোন ধনী লোককে দেখলে হীনমন্যতার স্বীকার হবেন না বরং মানসিকতা তৈরী করুন যে, আল্লাহ পাক তাকে ধনী করেছেন আমাকে গরীব বানিয়েছেন নিশ্চয় এতে কোন হিকমত রয়েছে * ধনী লোক গরীব লোককে দেখলে যেনো অহংকার না করে বরং বিশ্বাস রাখে যে, আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দান করেছেন তাকে গরীব রেখেছেন নিশ্চয় এতে কোন হিকমত রয়েছে * যিনি নিঃসন্তান তিনি পেরেশান হবেন না, আল্লাহ পাকের পবিত্র নাম اَلْحَکِیْمُ এর উপর বিশ্বাস রাখুন * যে পরিশ্রম করা সত্তেও পরীক্ষায় ফেল করলো সে যেনো আত্মহত্যার পথ বেঁচে না নেয়, আল্লাহ পাকের পবিত্র নাম اَلْحَکِیْمُ এর উপর বিশ্বাস রাখুন। এমনিভাবে যদি আমরা এই পবিত্র নাম اَلْحَکِیْمُ কে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তবে এর বরকতে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের স্বাদ নসিব করুন, দ্বীনি জ্ঞানের নেয়ামত দান করুন।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم