Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

আয়ু দিয়েছেন * কেউকে ভরা যৌবনে মৃত্যুবরণ করেছে * কাউকে পুত্র সন্তান দান করেছেন * কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দান করেছেন * কাউকে একেবারে নিঃসন্তান রেখেছেন। এগুলো সব তাঁর হিকমত, অতএব, আল্লাহ পাকের এই পবিত্র নাম اَلْحَکِیْمُ এর মারিফত হলো এটাই যে, বান্দা অন্তরে এই কথা বিশ্বাস রাখবে যে, আমার বুঝে আসুক বা না আসুক অবশ্যই আল্লাহ পাকের প্রতিটি কাজে হাজারো হিকমত রয়েছে।

 

আল্লাহ পাক যা করেন ভালোই করেন

          মাকতাবাতুল মদীনার ৪১৩ পৃষ্টা সম্বলিত কিতাব “উয়ুনুল হিকায়াত” (১ম অংশ) ১৮৭ পৃষ্টায় রয়েছেঃ আল্লাহ পাকের একজন নেককার বান্দা কোন এক বনের বস্তিতে বাস করতো, তার কাছে একটি মুরগী, একটি গাধা এবং একটি কুকুর ছিলো। মুরগী সকালে নামাযের জন্য জাগাতো, গাধায় করে সে পানি ও অন্যান্য জিনিস বোঝাই করে নিয়ে আসতো আর কুকুর তার ঘর ও আসবাবপত্রের দেখাশোন করতো। একদিন মুরগীটি শিয়ালে খেয়ে ফেললো। ঘরের লোকেরা এই ক্ষতিতে ব্যাথিত হলো কিন্তু ওই নেককার ব্যক্তি ধৈর্যধারণ করলো আর বললো: আল্লাহ যা করেন ভালোই করেন। কিছুদিন পর বাঘ গাধাকে খেয়ে ফেললো। পরিবারের সবাই চিন্তিত হলো কিন্তু ওই নেককার লোকটি এটাই বললো: আল্লাহ যা করেন ভালোই করেন। অতঃপর কিছুদিন পর কুকুরটি অসুস্থ হয়ে মারা গেলো। এতেও ওই নেককার লোকটি একই শব্দের পুনরাবৃত্তি করলো আল্লাহ যা করেন ভালোই করেন। কিছুদিন পর হঠাৎ শত্রুরা বনের ওই বস্তিতে রাতে হামলা করলো এবং চতুষ্পদ প্রাণীর আওয়াজ শুনে শুনে ঘরের ঠিকানা সনাক্ত করলো আর মাল ও আসবাবপত্র সহ ঘরের সকল সদস্যদের বন্দি করে নিয়ে গেলো। ওই নেককার লোকের ঘরে তো কোন চতুষ্পদ প্রাণী ছিলো না যেগুলো আওয়াজ করবে। তাই শত্রুরা অন্ধকারে তার ঘর ছিনতেই পারলো না আর এইভাবে সে হঠাৎ আসন্ন বিপদ থেকে বেঁচে গেলো। বুঝা গেলো! আল্লাহ পাকের প্রতিটি কাজে হিকমত রয়েছে, হ্যা! আমরা কোন হিকমত বুঝতে না পারাটা এটা আমাদের স্বল্প জ্ঞানের ত্রুটি। যাই হোক! আল্লাহ পাকের কাজে কেমন কেমন হিকমত রয়েছে তা আমরা আমাদের স্বল্প জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবো না। আমাদের উচিত যে, ব্যাস! আল্লাহ পাককে اَلْحَکِیْمُ মানা আর এর উপর দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পবিত্র নাম اَلْحَکِیْمُ এর মারিফতের উপকারিতা

          প্রিয় ইসলামি ভাইয়েরা! আল্লাহ পাক আমাদের সকলের উপর দয়া করুন। আজকাল ইলমে দ্বীন থেকে দূরত্ব বেড়েই চলছে * মানুষ শোকরিয়া আদায় করেনা * অনবরত দুঃখ যন্ত্রণা, বিপদ আপদ আসলে আল্লাহর পানাহ! আল্লাহ পাকের ব্যাপারে অভিযোগ করে * নিজের ভাগ্যকে দোষারোপ করে * কিছু মূর্খ তো আল্লাহর পানাহ! আল্লাহ পাকের প্রতি আপত্তি করে বসে অথচ আপত্তি করাটা কুফরী। আল্লাহ পাকের প্রতি আপত্তি করার কারণে বান্দা ইসলামের