Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

মুখস্ত করে নেই, সেগুলোর অর্থ বুঝি, সেগুলোর মারিফত অর্জন করার চেষ্টা করতে থাকি তবে কতইনা বরকত লাভ হবে? সুতরাং আমাদের উচিত যে, আমরা যেন আসমায়ে হুসনা মুখস্তও করি এবং সেগুলোর ইলমও শিখি। তবে এটা মনে রাখবেন যে, আল্লাহ পাকের আসমায়ে হুসনার মধ্যে আল্লাহ পাকের সত্তা ও সিফাতের বর্ননা রয়েছে আর সেটার সম্পর্ক আকীদার সাথে, সুতরাং কোন দক্ষ আশেকে রাসূল আলিমে দ্বীনের খেদমতে গিয়ে আসমায়ে হুসনা শিখা উচিত। নিজের বিবেক থেকে শিখা, শুনা কথার উপর চলা ভয়ানক হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীনের নূর দান করুন এবং আমল করার তৌফিকও দান করুন

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নম্বর ৪৮ এর প্রতি উৎসাহ

          প্রিয় ইসলামি ভাইয়েরা! ফয়যানে দোয়া দ্বারা মালামাল হতে, দোয়াতে একাগ্রতা ও ভাবাবেগ পেতে এবং দোয়ার আদব শিখা শিখানোর জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে জেলি হালকার ১২ দ্বীনি কাজে অগ্রসর হয়ে অংশগ্রহণ করুন। দোয়ার আদব সমূহের মধ্যে একটা আদব হলো এটাও যে, পিতা মাতা ও মাশায়েখদের জন্য দোয়া করা, যেমন: “ফাযাইলে দোয়া” এর মধ্যে আ’লা হযরতের পিতা হযরত মাওলানা নক্বী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পাশাপাশি পিতামাতা ও মাশায়েখদের জন্যও অবশ্যই দোয়া করুন, পিতা মাতা জাহেরী হায়াতের মূল। (ফাযাইলে দোয়া, পৃঃ ৮৯) শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২ নেক আমল সমূহের মধ্যে একটি নেক আমল ৪৮ নম্বর হলো, আজকে কি আপনি পিতা মাতা এবং পীর ও মুর্শিদের জন্য মাগফিরাতের দোয়া ও কিছুনা কিছু ঈসালে সাওয়াব করেছেন? (একবার দরূদ শরীফ পাঠ করেও ঈসালে সাওয়াব করা যায়) এই নেক আমলের বরকতে আমরা প্রতিদিন নিজের বাবা মা ও বুযুর্গদের জন্য দোয়া করার সৌভাগ্য অর্জন করবো। সুতরাং নেক আমলের উপর আমল করার অভ্যাস গড়ে তুলুন, এর বরকতে দ্বীন ও দুনিয়ার অঢেল বরকত অর্জন হবে।

 

উকিলদের সাথে যোগাযোগ বিভাগ

          প্রিয় ইসলামি ভাইয়েরা! উকালতি আমাদের সমাজে এক গুরুত্বপূর্ন বিভাগ। আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী যেখানে ৮০ টিরও অধিক বিভাগে দ্বীন ইসলামের বার্তাকে ব্যাপক করছে। উকালতির সাথে সম্পৃক্ত ব্যাক্তির সংশোধনের জন্য মজলিশে উকালা ও জাজেজ এর মাধ্যমে নেকীর দাওয়াতও প্রসার করছে। আর তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই দ্বীনি উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَآءَ اللهঅনুসারে জীবন অতিবাহিত করতে এবং আখিরাতের চিন্তা করার দ্বীনি মানসিকতা তৈরী করছে।