Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

কৃতজ্ঞতা জ্ঞাপনের সুন্নাত ও মাদানী ফুল

          প্রিয় ইসলামি ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিয়ে গিয়ে আসুন! কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন (১) ইরশাদ করেন: আল্লাহ পাক এই বিষয়টি পছন্দ করেন যে, বান্দা প্রতিটি গ্রাসে এবং প্রতিটি ঢোকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। (মুসলিম, পৃঃ ১১২২, হাদীস: ৬৯৩২) (২) ইরশাদ করেন: তোমাদের উচিত যে, জিহবা যিকির দ্বারা আর অন্তর কৃতজ্ঞতা দ্বারা সতেজ রাখা। (শুয়াবুল ঈমান, ১/৪১৯, হাদীস: ৫৯০) * কৃতজ্ঞতা উচ্চ পর্যায়ের ইবাদত। (শুকর কি ফাযাইল, পৃঃ ১২) * আল্লাহ পাকের নেয়ামতের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব। (খাযাইনুল ইরফান, পারা ২, বাকারা, আয়াত: ১৭২) * কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য মহান সৌভাগ্য। (প্রাগুক্ত, পৃঃ ১২) * কৃতজ্ঞতার মধ্যে নেয়ামত সমূহের হিফাজত রয়েছে। (প্রাগুক্ত, পৃঃ ১২) * নেয়ামত সমূহ বৃদ্ধির কারণ একমাত্র কৃতজ্ঞতা। (প্রাগুক্ত, পৃঃ ১২) কৃতজ্ঞতা আল্লাহ ওয়ালাদের অভ্যাস। (প্রাগুক্ত, পৃঃ ১২) * কৃতজ্ঞতা গোনাহ মোচন করে। (প্রাগুক্ত, পৃঃ ১২)  * কৃতজ্ঞতা হলো মারিফতে নেয়ামত। (প্রাগুক্ত, পৃঃ ১২) নেয়ামত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে বান্দা আজাব থেকে নিরাপদ থাকে। (সীরাতুল জিনান, ৪/৪০৬)

 

ঘোষণা

          কৃতজ্ঞতার অবশিষ্ট সুন্নাত ও মাদানী ফুল শেখা শেখানোর হালকায় বর্ণনা করা হবে। সুতরাং সেগুলো জানার জন্য শেখা শেখানোর হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

 

 (২) সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ