Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
সায়্যিদাহ আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا আসমায়ে হুসনার মাধ্যমে দোয়া করেছেন
উম্মুল মুমিনীন বিবি আয়েশা সিদ্দিকা তায়্যিবাহ তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি বারেগাহে রেসালতে আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে আল্লাহ পাকের সেই বরকতময় নাম শিখিয়ে দিন যেই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন (আয়েশা) দাড়িয়ে যাও, অযু করো, দুই রাকাত নামায পড়ো এরপর দোয়া করো, আমি শুনবো (যে কিভাবে দোয়া করো) সায়্যিদাহ আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি এমনটাই করলাম (অর্থাৎ অযু করলাম এবং দুই রাকাত নামায আদায় করলাম) এরপর যখন দোয়া করার জন্য বসলাম তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, اَللّٰہُمَّ وَفِّقْہَا অর্থাৎ হে আল্লাহ! আয়েশাকে সঠিক দোয়া করার তৌফিক দান করো। উম্মুল মুমিনীন বিবি আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি এভাবে দোয়া করলাম:
اللَّهُمَّ اِنِّی اَسْاَلُكَ بِجَمِيعِ اَسْمَائِكَ الْحُسْنٰى كُلِّهَا, مَا عَلِمْنَا مِنْهَا وَمَا لَمْ نَعْلَمْ, وَاَسْاَلُكَ بِاسْمِكَ الْعَظِيمِ الْأَعْظَمِ, الْكَبِيرِ الْأَكْبَرِ, وَالَّذِي مَنْ دَعَاكَ بِهِ اَجَبْتَهُ, وَمَنْ سَاَلَكَ بِهِ اَعْطَيْتَهُ
অর্থাৎ: হে আল্লাহ পাক তোমার যতো আসমায়ে হুসনা আমি জানি আর যা আমি জানিনা ওই সকল আসমায়ে হুসানার উসীলায় দোয়া করছি এবং তোমার ঐ ইসমে আযম, ইসমে আকবর এর মাধ্যমে দোয়া করছি যে নামের মাধ্যমে দোয়া করলে তুমি কবুল করো এবং তোমার কাছে চাইলে তুমি দান করো।
উম্মুল মুমিনীন সায়্যিদাহ আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا ’র এই সুন্দর দোয়া শুনে আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَصَبْتِہْ اَصَبْتِہْ অর্থাৎ: হে আয়েশা! তুমি সঠিক দোয়াই করেছো।
(আল আসমা ওয়াস সিফাত, পৃঃ ১৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
চতুর্থ আসমানের ফেরেস্তা সাহায্য করলো
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এক সাহাবী খুবই মুত্তাকী ও পরহেযগার ছিলেন, তিনি ব্যবসা করতেন এবং তাঁর ব্যবসায়িক মাল বেচাকেনার জন্য এক দেশ থেকে অন্য দেশ, এক শহর থেকে অন্য শহরে নিয়ে যেতেন, একবার তিনি ব্যবসায়িক মাল নিয়ে সফরে রওনা হলেন, যখন বনে পৌঁছলেন তখন হঠাৎ লৌহ বর্ম পরিহিত এবং হাতিয়ার (তলোওয়ার ইত্যাদি) নিয়ে এক ডাকাত সামনে এলো আর সে তাঁকে পথ রুদ্ধ করে বললো: তোমার সকল সম্পদ আমাকে দিয়ে দাও এবং মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটা শুনে ঐ সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তোমার সম্পদ প্রয়োজন, আমার সকল সম্পদ নিয়ে নাও আর আমাকে যেতে দাও, আমাকে হত্যা করে তোমার কি লাভ