Book Name:Farooq e Azam Ke Ala Ausaf

دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ উক্ত পুস্তিকায় প্রশ্নোত্তর আকারে যে নেক আমলগুলো দিয়েছেন, তা মূলত খোদাভীতি ও ইশকে মোস্তফা, তাকওয়া ও পরহেজগারী এবং অন্যান্য ফারুকী গুণাবলী অর্জন করার প্রথম ধাপ তবে ভুল হবে না, এই ৭২টি নেক আমলের প্রতি আমল করলে আপনি নিজের মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন অনুভব করবেন। সেই ৭২টি নেক আমলের মধ্যে একটি হলো নেক আমল নম্বর ১১: রাস্তাঘাটে চলার সময় বা বাস, কার ইত্যাদিতে সফর করার সময় নিজেকে অহেতুক দৃষ্টি থেকে বিরত রেখে আপনি কি আজ দৃষ্টি নত রেখেছেন? এবং অপ্রয়োজনে এদিক সেদিক দেখা থেকে নিজেকে বিরত রেখেছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা! কুদৃষ্টি মানুষের পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার একটি বড় মাধ্যম, লজ্জাশীল মানুষ সর্বদা তার দৃষ্টিকে সংযত রাখে, অতএব, দৃষ্টি সংযত রাখা আমাদের উপর আবশ্যক। এই চোখ হলো আল্লাহ পাক প্রদত্ত অনেক বড় একটি নেয়ামত যার মাধ্যমে আমরা অনেকগুলো নেক কাজ করতে পারি, কিন্তু যদি তাকে শরীয়তের বিধিনিষেধ থেকে মুক্ত করে দেওয়া হয় তবে এটি আমলনামাকে কালো করে দেয়। তাই কুরআন ও হাদীসেও দৃষ্টি সংযত রাখার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। তাই আমাদের উচিৎ উপরোল্লেখিত নেক আমলের উপর আমল করা এবং নিজের চোখ সংযত রাখা।

নেক আমল বিভাগ

        اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর ৮০ টিরও বেশি বিভাগের মধ্যে একটি বিভাগ হলো “নেক আমল” শায়খে তরিক্বত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ 'র ইচ্ছা অনুসারে ইসলামী ভাই, ইসলামী বোন ও জামিয়াতুল মদীনা, মাদ্রাসাতুল মদীনার ছাত্র ও ছাত্রীদেরকে আমলদার হিসেবে গড়ে তুলতে নেক আমলের উপর আমল করার প্রতি উৎসাহ প্রদান করার জন্য “নেক আমল বিভাগ” প্রতিষ্ঠা করা হয়েছে। আমীরে-আহলে-সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেছেন: হায়! অন্যান্য ফরয ও সুন্নাত আদায়ের পাশাপাশি সকল ইসলামী ভাই ও ইসলামী বোন যদি নেক আমল পুস্তিকাটি নিজের আমলী জীবনে অন্তর্ভুক্ত করে নিতো এবং দাওয়াতে ইসলামীর সমস্ত যিম্মাদারগণও আপন আপন হালকায় এই (নেক আমলের পুস্তিকা ) প্রচার করেন এবং প্রতিটি মুসলমান তার কবর ও আখেরাত ভালো করার জন্য এই নেক আমলকে নিষ্ঠার সাথে অবলম্বন করে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে জান্নাতুল ফেরদৌসে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র প্রতিবেশী হওয়ার মহাপুরস্কার অর্জন করতো আসুন ! আমরাও নেকীর কাজে অগ্রগামী হয়ে অংশ নিই এবং নেক আমলের উপর শুধু নিজে নয় বরং অপর ইসলামী ভাইকেও আমল করার প্রতি উৎসাহ প্রদান করে প্রচুর সাওয়াব অর্জন করি।

শয়ন ও জাগরণের সুন্নাত আদব

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুলথেকে শয়ন ও জাগরণের সুন্নাত ও আদব শুনি: * শয়ন করার আগে বিছানাকে ভালভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়, * শয়ন করার আগে এ দোয়াটি পড়ে নিন:

اَللّٰہُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْیٰ