Book Name:Farooq e Azam Ke Ala Ausaf

কুরআনে করীম তাকে জান্নাতে নিয়ে যাবে এবং যে কুরআনে করীমকে পেছনে ফেলে রাখবে, কুরআনে মজীদ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে।

(মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ৩/২২৯, হাদীস ৬০৩০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৫) ফারুকে আযম এবং অধিকহারে আল্লাহর যিকির

        প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সুন্দর গুণাবলীর মধ্যে রয়েছে যে, তিনি অধিকহারে আল্লাহ পাকের যিকির করতেন। হযরত ইমাম জাফর সাদিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: کَانَ اَکْثَرُ کَلَامِ عُمَرَ ا للهُ اَکْبَر অর্থাৎ হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর মুখে অধিকাংশ সময়
ا للهُ اَکْبَر! ا للهُ اَکْبَر! যিকির অব্যাহত থাকতো। (রিয়াদ্বুন নাদ্বরাতু, ২য় অংশ, ৩১১ পৃষ্ঠা)  

(৬) ফারুকে আযম খোদাভীতির কথা শুনতেন

        মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর একটি অতীব সুন্দর গুণ হলো যে, তিনি  অতিশয় খোদভীতি সম্পন্ন ছিলেন * খোদাভীতিতে কান্না করা * অশ্রু প্রবাহিত করা
* খোদাভীতির কারণে গুনাহ থেকে বিরত থাকা * নেক কাজ করতে থাকা * খোদাভীতির কারণে বান্দার হক পূরণ করা * খোদাভীতির কারণে নিজের আমলের পর্যবেক্ষণ করতে থাকা তাঁর অভ্যাসের অংশ ছিলো * এবং একটি বিশেষ বিষয় হলো তিনি অন্তরে খোদাভীতি বৃদ্ধির জন্য খোদাভীতি সম্বলিত কথা শুনতে থাকতেন। যেমনটি একবার তিনি হযরত কাবুল আহকার رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: হে কাব! আমাকে ভয়ের কথা শুনাও! এতে হযরত কাرَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: হে আমীরুল মু’মিনীন! যদি আপনি কিয়ামতের দিন ৭০ জন নবীর আমলের সমান নেকী নিয়েও উঠেন, তবে কিয়ামতের অবস্থা দেখে আপনার আমলকে কম মনে করবেন।    

        একথা শুনে হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ মাথা নত করে নিলেন (এবং আখিরাতের চিন্তা করতে লাগলেন,) কিছুক্ষণ পর বললেন: হে কাব! আরো শুনাও! হযরত কাرَضِیَ اللهُ عَنْہُ বললেন: হে আমীরুল মু’মিনীন! জাহান্নাম  এমন ভয়ঙ্কর যে, যদি জাহান্নাম থেকে ষাঁড়ের নাক পরিমাণ অংশ পূর্বে খুলে দেয়া হয় তবে পশ্চিমে বিদ্যমান মানুষের মগজ গরমের কারণে উত্তপ্ত হয়ে হয়ে যাবে। একথা শুনে হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আবারো মাথা মুবারক নত করে নিলেন (এবং আখিরাতের চিন্তা করতে লাগলেন) (হিলইয়াতুল আউলিয়া, ৪০৪ পৃষ্ঠা, নাম্বার ৭৫২৯)

হায় আমাদেরও যেনো খোদাভীতি নসীব হয়ে যায়

        প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন! মুসলমানদের দ্বিতীয় খলিফা, নিশ্চিত জান্নাতি সাহাবী হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আখিরাতের ভাবনা সম্ভলিত, খোদাভীতি সম্বলিত কথা শ্রবণ করতেন এবং নিজে অনুরোধ করে শুনতেন, এখন আমরা ভাবি! আমরা কি শোনা পছন্দ করি? * আমাদের এখানে মানুষ গান-বাজনা শোনার শৌখিন * কমেডি শোনার শৌখিন *