Book Name:Farooq e Azam Ke Ala Ausaf

আমরা হাসাহাসির কথা শুনে থাকি * উদাসীনতা বৃদ্ধিকারী কথা শুনে থাকি * অন্তরে মরিচা ধরানোর কথা শুনে থাকি, হায়! আফসোস! * আমাদের সমাজে গীবত খুবই আগ্রহ সহকারে শোনা হয় * নিজের মুসলমান ভাইয়ের দোষত্রুটি শোনাতে মজা লাগে * সারা পৃথিবীর খবর শোনা খুবই পছন্দনীয়হায়! আমাদের যেনো হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ফয়যান নসীব হয়ে যায়! হায়! আমরাও  যেনো * আখিরাতের চিন্তা বিষয়ক কথা শুনি * খোদাভীতির কথা শুনি * নেকী বৃদ্ধির কথা শুনি * নাত শুনি * তিলাওয়াত শুনি * সুন্নাতে ভরা বয়ান শুনি * ইলমে দ্বীনের কথা শুনি * হাদীস শুনি, এর বরকতে اِنْ شَآءَ الله উদাসীনতা দূর হবে, অন্তরের মরিচা দূর হবে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, নেকী করার প্রতি আগ্রহ নসীব হবে এবং আল্লাহ পাক চাইলে তবে আমরা নেককার পরহেযগার, উত্তম এবং চরিত্রবান মুসলমান হতে সফল হয়ে যাবো

ফয়যানে ফারুকে আযম কিতাব পাঠ করে নিন!

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা এই সংক্ষিপ্ত সময়ে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর কয়েকটি উত্তম গুণাবলী শোনার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র গুণাবলী অবলম্বন করার তৌফিক দান করুন! اَلْحَمْدُ لِلّٰه মাকতাবাতুল মদীনা হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনীর  উপর একটি কিতাব প্রকাশ করেছে, যার নাম হলো ফয়যানে ফারুকে আযম, ২ খন্ড সম্বলিত খুবই সুন্দর একটি কিতাব, এতে হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর জন্ম থেকে শুরু করে তাঁর শাহাদাত পর্যন্ত বিস্তারিতভাবে তাঁর জীবনী বর্ণনা করা হয়েছে, এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন! নিজেও পড়ুন! পরিবার পরিজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতিজনদেরও এই কিতাবটি পাঠ করার উৎসাহ প্রদান করুন!

        অনুরূপভাবে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর একটি সংক্ষিপ্ত পুস্তিকা হলো ফারুকে আযমের কারামত এটাও খুবই সুন্দর এবং তথ্য বহুল পুস্তিকা, এটাও পাঠ করুন! বরং ঘরে এই পুস্তিকা থেকে দরস দিন! اِنْ شَآءَ الله সাওয়াবও পাবেন এবং অসংখ্য জ্ঞানও অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসীব করুনاٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

১১ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান:

        প্রিয় ইসলামী ভাইয়েরা! খোদাভীতি ও ইশকে মুস্তফা, আল্লাহর যিকিরের প্রাচুর্য, কুরআনে পাকের প্রতি ভালোবাসা এবং দ্বীনে পরিপক্কতার মত ফারুকী গুণাবলী পেতে আশিকানে-রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি‌ কাজ হলো "নেক আমল" পুস্তিকা পূরণ করা। যদি এভাবে বলা হয় যে, "শায়খে তরিক্বত, আমীরে আহলে সুন্নাত