Imam Hussain Ki Seerat

Book Name:Imam Hussain Ki Seerat

আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          হযরত ইয়ালা বিন মুররাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان কোন জায়গায় দাওয়াত ছিলো, অতএব রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামকে عَلَیْہِمُ الرِّضْوَان সাথে নিয়ে দাওয়াতে যাওয়ার জন্য রওয়ানা হলেন, পথে একটি জায়গায় দেখলেন; রাসূলের নাতি, ইমামে আলী মকাম ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ (যিনি তখনও ছোট ছিলেন) বাচ্চাদের সাথে খেলছিলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর দিকে দ্রুত এগিয়ে গেলেন এবং (যেমন পিতা তার সন্তানের জন্য উভয় হাত প্রসারিত করেন, যাতে শিশু এসে তার বুকে জড়িয়ে ধরে, একইভাবে) প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও উভয় মুবারক হাত প্রসারিত করে দিলেন।

          এবার এখানে নানাজান ও নাতির ভালোবাসার ধরন দেখুন! প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাচ্ছিলেন যে, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ছুটে এসে বুকের সাথে জড়িয়ে যাক, কিন্তু ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিলেন (যেন ছোট্ট শাহজাদা চাচ্ছিলেন যে, নানাজান আমাকে যেন ধরেন, অতএব যেমন শিশুরা অনেক সময় খেলার সময় পালায়, তখন বাবারা ধীরে ধীরে পেছনে দৌড়াতে থাকে এবং সন্তান হাসতে থাকে, তেমনই) রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে হাসাতে থাকেন, অবশেষে তাঁকে ধরে ফেললেন।

          সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان মুবারক দৃষ্টির প্রতি লাখো সালাম...! এই মহা সৌভাগ্যশালী মনীষীরা কিরূপ বিস্তারিতভাবে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কর্মগুলোকে ধারণ করতেন, সুতরাং বর্ণনার শব্দাবলি হলো, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে ধরলেন, নিজের একটি হাত মুবারক তাঁর চিবুকের নিচে রাখলেন, অন্য হাত মুরবাক মাথার পেছনে রাখলেন আর আদর করে তাঁর মুখে চুম্বন করলেন, তারপর তিনি ইরশাদ করলেন: حُسَیْنُ مِنِّی  وَ اَنَا مِنْ حُسَیْن হোসাইন আমার থেকে এবং আমি হোসেন থেকে, اَحَبَّ اللهُ مَنْ اَحَبَّ حُسَیْنًا যে হোসাইনকে ভালবাসে, আল্লাহ পাক তাকে ভালবাসেন, حُسَیْنُ سِبْط مِنَ الْاَسْبَاطِ হোসাইন আসবাতদের মধ্যে একজন সিবত(ইবনে মাজাহ, ৩৭ পৃষ্ঠা, হাদীস ১৪৪)

 

সিবত এর অর্থ এবং ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর শান

          সিবত এর অর্থ হলো; যে গাছের শিকড় একটি এবং শাখা অনেক বেশিপ্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: হোসাইন হলো সিবত, এর অর্থ হলো যে, যেমন হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام এর ১২ জন পুত্রের মাধ্যমে তাঁর বংশধারা অব্যাহত হয়েছে এবং