Imam Hussain Ki Seerat

Book Name:Imam Hussain Ki Seerat

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন তো! ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ঈমানী ভালোবাসা পোষণ করা কিরূপ ফযিলতের বিষয়; যে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে ভালবাসে, সেই বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে য়ায়।

 

সে জান্নাতে আমার সাথে থাকবে...!!

          ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যে আমাকে দুনিয়ার স্বার্থে ভালবাসলো, তবে নিঃসন্দেহে দুনিয়াদার তো যেকোন নেককার বা বদকারকে ভালবেসে ফেলে, তবে হ্যাঁ! যে আমাকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালবাসে, সে এবং আমি কিয়ামতের দিন একত্রে থাকবো, এ কথা বলে তিনি শাহাদাত এবং এর পাশের আঙ্গুল মিলিয়ে দিলেন(মাকতালুল হোসাইন লিত ত্বাবারানী, ৭৬ পৃষ্ঠা, নাম্বার ১১৫)

 

হোসাইনের ভালোবাসার বরকতে ক্ষমা হয়ে গেল

          আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: একবার হযরত আমর বিন লাইছ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে তাঁর সৈন্যদল সমবেত হলো, তিনি তাঁর সৈন্যদলের আধিক্য দেখে মনে মনে ভাবলেন: হায়! যদি ইমাম হোসাইনের শাহাদাতের সময় কারবালায় উপস্থিত থাকতাম, (আর) আমার নিকট এত সৈন্য থাকতো তবে আমি আমার জীবন, আমার শান ও শওকত এবং সম্পূর্ণ সেনাবাহিনীকে তাঁর কদমে উৎসর্গ করে দিতাম।

           সেই সময়কার কোন ওলীয়ুল্লাহর স্বপ্নে অদৃশ্যের জ্ঞানের অধিকারী নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিয়ারত হলো, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমর বিন লাইছকে বলে দাও যে, তার অন্তরে যেই খেয়াল এসেছে, আমি তা জানি এবং আমি তার বাসনা কবুল করে নিয়েছি, আল্লাহ পাক তাকে তার এই বাসনার জন্য মহা প্রতিদান প্রদান করবেন। (বুস্তানুল ওয়ায়েজিন, ২১৩ পৃষ্ঠা)

          কিতাবে লেখা আছে: হযরত আমর বিন লাইছ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওফাতের পর কেউ তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো: আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন: ঐ একটি খেয়াল যা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার কারণে আমার মনে এসেছিল, এরই বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন।

(মাদারিজুন নবুয়্যত, ১/৩০৫)

 

          سُبْحٰنَ الله! سُبْحٰنَ الله! ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ’র প্রতি ভালোবাসা প্রকাশের কিরূপ উপহার পেলো...! আল্লাহ পাক আমাদের সকলকে ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সত্যিকার, দৃঢ়, ঈমানী ভালোবাসা নসীব করুনআল্লাহ পাক আমাদের প্রজন্মকেও সাহাবায়ে কিরাম ও আহলে বাইতের প্রকৃত প্রেমিক বানিয়ে দিন اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم