Imam Hussain Ki Seerat

Book Name:Imam Hussain Ki Seerat

বাড়তে বাড়তে অনেক প্রসারিত হয়ে গেছে, তেমনই হোসাইন আমার সিবত যে, তাঁর মাধ্যমেই আমার বংশ প্রসারিত হবে এবং পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে যাবে। (মিরআতুল মানাজীহ, ৮/৪৭৯)

          এখানে খুবই ঈমানোদ্দীপক একটি পয়েন্ট রয়েছে; আল্লাহ পাক কুরআনে পাকে তাঁর প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে ইরশাদ করেন:

اِنَّاۤ  اَعْطَیْنٰکَ  الْکَوْثَرَ ؕ(۱)

(পারা ৩০, সূরা কাউসার, আয়াত ১)                  কানযুল ঈমান থেকে অনুবাদ: হে মাহবূব! নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি।

 

          এই আয়াতে কাউসারের একটি অর্থ হলো; সন্তানের আধিক্য(তাফসীরে নুরুল ইরফান, পারা ৩০, সূরা কাউসার, ১ম আয়াতের পাদটীকা, ৯০৬) এটি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান যে, তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাহজাদাগণ যৌবন পর্যন্ত  জীবিত ছিলেন না, সকল শাহজাদা শিশুকালেই ওফাত গ্রহণ করেছিলেন, এতদসত্তেও আল্লাহ পাক তাঁর সন্তানদের অবশিষ্ট রেখেছেন, দেখে নিন! আজও লক্ষ লক্ষ সৈয়দ পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এটাই হলো; সন্তানের আধিক্য। যেনো তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করছেন যে, আল্লাহ পাক আমাকে এই শান প্রদান করেছেন যে, আমার সন্তান অনেক বেশি হবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার এই শানের প্রকাশ হোসেনের মাধ্যমে হবে যে, حُسَیْنُ سِبْط مِنَ الْاَسْبَاط হোসাইনের শক্ত শিকড় বিশিষ্ট বৃক্ষ, সে যদিও নিজে শহীদ হয়ে যাবে, কিন্তু তাঁর মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে।

 

حُسَیْنُ مِنِّی এর অর্থ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি হাদীসে মুবারকায় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: حُسَیْنُ مِنِّی  وَ اَنَا مِنْ حُسَیْن অর্থাৎ হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে।

          মহামহিম এই বাণীর অর্থ হলো, হোসাইন এবং আমি দুই দেহ এক প্রাণ, আমার ভালোবাসা হোসাইনের ভালোবাসা, হোসাইনের ভালোবাসা আমার ভালোবাসা, অনুরূপভাবে যে হোসাইনের সাথে ঝগড়া করবে সে যেন এটা মনে না করে যে, সে হোসাইনের সাথে ঝগড়া করছে বরং সে আমার সাথে ঝগড়া করছে। মনে রাখবেন! ভবিষ্যতে ইমাম হোসাইন
رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে (কারবালার ময়দানে) যেই ঘটনা সংঘঠিত হতে যাচ্ছিল, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা নবুয়তের নূর দ্বারা দেখে নিয়েছিলেন, তাই তো ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি এত গভীর ভালোবাসা প্রকাশ করেছেন(মিরআতুল মানাজীহ, ৮/৪৭৯)

 

ইমাম হোসাইনকে ভালোবাসার ফযিলত

          অতঃপর প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটাও ইরশাদ করেন: اَحَبَّ اللهُ مَنْ اَحَبَّ حُسَیْنًا যে হোসাইনকে ভালবাসে, আল্লাহ পাক তাকে ভালবাসেন(তিরমিযী, ৮৫৭ পৃষ্ঠা, হাদীস ৩৭৮২)