Book Name:Imam Hussain Ki Seerat
رَیْحَانَتَایَ مِنَ الدُّنْیا অর্থাৎ হাসান ও হোসাইন দুনিয়ায় আমার দু’টি ফুল। (তিরমিযী, ৮৫৬ পৃষ্ঠা, হাদীস ৩৭৭৭) প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর গন্ধ নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। (তিরমিযী, ৮৫৬ পৃষ্ঠা, হাদীস ৩৭৭৯)
পাক পাঞ্জেতনও...!! জান্নাতী! জান্নাতী!
বর্ণিত আছে: একবার আল্লাহ
পাকের শেষ নবী, রাসূল হাশেমী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর
প্রিয় শাহজাদী হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর নিকট তাশরীফ নিয়ে গেলেন, তখন হযরত আলীউল মুরতাদ্বা, শেরে খোদা رَضِیَ اللهُ
عَنْہُ ঘুমাচ্ছিলেন, ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ
عَنْہُ দুধ
চাইলেন, আল্লাহর রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উঠে
দাঁড়ালেন এবং আপন মুবারক হাতে ছাগলের দুধ দোহন করলেন। এখনো ইমাম হাসান رَضِیَ اللهُ
عَنْہُ কে
দুধ দেননি, তখন ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُও দুধ চাইলেন, প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ
করলেন: বৎস! আগে তোমার ভাই দুধ চেয়েছে, আমি প্রথমে তাঁকে পান করাবো, তারপর তোমাকে দিব। এটা দেখে সায়্যিদা
ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا আরয করলেন: হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মনে
হচ্ছে আপনি হাসানকে বেশি আদর করেন...!! তিনি ইরশাদ করলেন: আমি তাদের উভয়কেই ভালবাসি।
নিঃসন্দেহে আমি তোমরা উভয়ে (অর্থাৎ হাসান ও হোসাইন) এবং এই ঘুমন্ত (অর্থাৎ হযরত আলীউল
মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُمْ) কিয়ামতের
দিন একই স্থানে থাকবো।
(তারিখে মদীনা দামেশক, ১৪/১৬৪)
হাসান ও হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর জন্য
সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: একদা রাতের বেলা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইশার নামায পড়াচ্ছিলেন, ছোট্ট শাহজাদাদ্বয় ইমাম হাসান ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا ও সেখানে ছিলেন, যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিজদায় যেতেন, তখন উভয় শাহজাদা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পিঠ মুবারকে বসে যেতেন, যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিজদা থেকে মাথা উঠাতেন, তখন তাদেরকে নম্রভাবে ধরে মাটিতে নামিয়ে দিতেন, যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবারো সিজদায় যেতেন, তখন উভয় শাহজাদা আবারো একই কাজ করতেন, যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায শেষ করে নিলেন তখন উভয় শাহজাদাকে দোলনায় বসিয়ে নিলেন, হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি এগিয়ে গিয়ে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! শাহজাদাদের বাড়িতে দিয়ে আসব? তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অনুমতি দিলেন। এক বর্ণনায় রয়েছে: গলিতে অন্ধকার ছিল, তখন উভয় শাহজাদার বাড়িতে যেতে ভয় অনুভূত হলো, সুতরাং এই শাহজাদাদের জন্য তখনই আকাশে