Book Name:Imam Hussain Ki Seerat
ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
* সুলতানে কারবালা, সায়্যিদুশ শুহাদা, ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ হলেন রাসূলের নাতি * মাওলায়ে কায়েনাত, মাওলা আলী এবং রাসূলে পাকের কলিজার টুকরো, সায়্যিদা ফাতিমা বাতুল رَضِیَ اللهُ عَنْہُمَا এর শাহজাদা * ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ৫ শা’বান ৪র্থ হিজরীতে মদীনায় জন্মগ্রহণ করেন। * প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম: হুসাইন ও শাব্বির রাখেন * ইমামে হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর উপনাম: আব্দুল্লাহ * উপাধী: সিবতে রাসূল (রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতি) আর رَیْحَانَۃُ الرَّسُول রায়হানাতুর রাসূল (অর্থাৎ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল)। (সাওয়ানেহে কারবালা, ১০৩ পৃষ্ঠা)
ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জন্মের সাথে সাথেই তাঁর শাহাদাতের খবরও প্রসিদ্ধ হয়ে গিয়েছিলো, হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে, হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিবে, হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام তাঁর শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থাপন করেছিলেন।
(সাওয়ানেহে কারবালা, ১০৬ পৃষ্ঠা)
নিয়তির লিখন পূরণ হলো, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাঁর ৭২ জন বিশ্বস্ত সঙ্গীসহ ৬১ হিজরীর ১০ই মুহাররামুল হারাম কারবালার ময়দানে কপট এজিদের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলে, নানার ধর্মকে হেফাজত করে, অত্যাচার সহ্য করে, দুঃখ ও বেদনার পাহাড়ের সামনে দৃঢ়ভাবে অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত, বীরত্বের সহিত, শান ও শওকত সহিত শহীদ হন এবং সমস্ত পৃথিবীর জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর, সত্যের পথে চলার, সম্মানের সহিত বাঁচার, মর্যাদার সহিত মরার, বীরত্বের সহিত, সাহসীকতার সহিত অবিচল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়ে গেছেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইমাম হোসাইনের ফযিলতে.... হাদীসে মুবারাকা
* কাসিমে নেয়মত, মালিকে জান্নাত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান মুজতাবা ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا সম্পর্কে বলেন: আমার এই দুই ছেলে জান্নাতী যুবকদের সর্দার। (মু’জামে কবীর, ২/১৭৪, হাদীস ২৫৪৯) *একটি হাদীসে পাকে রয়েছে: مَنْ اَحَبَّہُمَا فَقَدْ اَحَبَّنِی যে এই দুজনকে (ইমাম হাসান ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا) ভালবাসলো, সে আমাকে ভালবাসলো وَ مَنْ اَبْغَضَہُمَا فَقَدْ اَبْغَضَنِی এবং যে তাঁদের দুজনের প্রতি শত্রু তা পোষণ করলো, সে আমার প্রতি শত্রু তা পোষণ করলো । (মু’জামে কবীর, ২/১৮২, হাদীস ২৫৮১) * রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করতেন: هُمَا