Imam Hussain Ki Seerat

Book Name:Imam Hussain Ki Seerat

শয়তানী খেয়ালের ছোয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়; তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়

 

          অতঃপর তিনি বললেন: (হে ই’সাম) নিজের উপর বোঝা হালকা রাখো...!! আমি আল্লাহ পাকের নিকট তোমার জন্য এবং আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি

(তাফসীরে বাহরুল মুহিত, পারা ৯, সূরা আ’রাফ, ২০১নং আয়াতের পাদটীকা, ৪/৫৭০)

 

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো! কত সুন্দর নৈতিকতা, কত সুন্দর চরিত্রসামনের ব্যক্তি খারাপ কথা বলছে আর ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাকে ক্ষমার দোয়া দিচ্ছেন। ঘৃণা দূর করা এবং ভালোবাসা বৃদ্ধির এটি খুবই সুন্দর একটি উপায়, আমাদেরও এই উপায়টি অবলম্বন করা উচিত, আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:

 

اِدْفَعْ  بِالَّتِیْ  ھِیَ  اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَکَ وَ بَیْنَہٗ  عَدَاوَۃٌ کَاَنَّہٗ  وَلِیٌّ حَمِیْمٌ (۳۴)

(পারা ২৪, সূরা হা-মীম সিজদা, আয়াত ৩৪)      কানযুল ঈমান থেকে অনুবাদ: হে শ্রোতা! মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো! তখন ঐ ব্যক্তি যে, তোমার মধ্যে ও তার মধ্যে শত্রুতা ছিলো, এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু।

 

          তাফসীরে সীরাতুল জিনানে রয়েছে: এই আয়াত দ্বারা জানা গেল যে, দ্বীন ইসলামে মুসলমানদেরকে নৈকিতকতার সর্বোচ্চ, সর্বাঙ্গীণ এবং অনন্য শিক্ষা দেয়া হয়েছে যে, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, যেমন  কারো থেকে কষ্ট পেলে তবে তাতে ধৈর্যধারন করো, কেউ অজ্ঞতাপূর্ণ এবং মূর্খতার সহিত আচরণ করে তবে তার প্রতি সহ্য ও সহনশীলতা প্রদর্শন করো আর নিজের সাথে খারাপ ব্যবহার হলে ক্ষমা ও মার্জনা সুলভ আচরণ করো...!!

(তাফসীরে সিরাতুল জিনান, পারা ২৪, সূরা হা-মীম সিজদা, ৩৪নং আয়াতের পাদটীকা, ৮/৬৪১)

          আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করার, মন্দের বিনিময় ভালো দ্বারা দেয়ার তৌফিক দান করুন اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইমামে আলী মকামের শিক্ষণীয় কবিতা

          ইসহাক বিন ইব্রাহীম বলেন: একবার ইমামে আলী মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কবরস্থানে গেলেন এবং আরবী কবিতা পাঠ করলেন (যার অনুবাদ এরূপ): আমি কবরবাসীদের ডাকলাম, কিন্তু তারা চুপ রইল, অতঃপর তাদের কবরের মাটি আমাকে উত্তর দিল, বললো: তুমি কি জানো, আমি আমার বাসিন্দাদের কী অবস্থা করেছি? আমি তাদের মাংস ছিঁড়ে নিয়েছি, পোশাক ছিঁড়ে দিয়েছি, তাদের চোখকে গলিয়ে মাটিতে মিলিয়ে দিয়েছি, তাদের জোড়া আলাদা করে দিয়েছি, তাদের হাড়গুলো ভেঙ্গে দিয়েছি এবং তাদের দেহ সম্পূর্ণরূপে গলিয়ে দিয়েছি আর তাদের উপর আপদ দীর্ঘায়িত হয়ে গেলো(তারিখে মদীনা দামেশক, ১৪/১৮৭)