Sakhawat e Mustafa

Book Name:Sakhawat e Mustafa

মুসলমান তাঁর নিকট আসতো তখন তিনি আমাকে নির্দেশ দিতেন আর আমি কারো কাছ থেকে কর্জ নিতাম এবং চাদর ক্রয় করে তাকে পরিধান করাতাম এবং খাবার খাওয়াতামএকদিন এক অমুসলিম আমার কাছে আসলো আর বলতে লাগলো: হে বিলাল! আমি ছাড়া তুমি অন্য কারো কাছ থেকে কর্জ নিও না, আমার প্রচুর সম্পদ আছেআমি এরকমই করেছি (অর্থাৎ এরপর থেকে যখনই কখনো কর্জ নেয়ার প্রয়োজন পড়তো তখন তার কাছ থেকেই কর্জ নিতাম)একদিন আমি অযু করে আযান দেয়ার জন্য দাড়ালাম তখন কি দেখলাম, দেখলাম সেই অমুসলিম ব্যক্তিটি কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে আমার কাছে আসলো আর আমাকে অনেক গালমন্দ করলো আর বলতে লাগলো: কর্জ পরিশোধ করার সময় আর মাত্র ৪দিন বাকি আছে, যদি এর মধ্যে কর্জ আদায় না করো তবে আমি তোমাকে গোলাম  বানিয়ে ছাগল চড়াতে দিবোতার কথা শুনে আমি অনেক চিন্তিত হয়ে পড়লামঅতঃপর ইশারের নামাযের পর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলাম আর আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার প্রতি আমার মা বাবা উপর উৎসর্গ হোকঐ অমুসলিম যার কাছ থেকে আমি কর্জ নিতাম, সে আমাকে এরকম বলেছেআমাকে অনুমতি দিন আমি ঐসব লোকদের কাছে যাবো যারা মুসলমান হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এতো সম্পদ দান করবেন না যা দ্বারা আমার কর্জ পরিশোধ হয়ে যায়এটা বলে আমি সেখান থেকে চলে আসলামসকালে যাওয়ার ইচ্ছায় যখন আমি বের হলাম তখন এক ব্যক্তি দৌড়ে আমার কাছে আসলো আর বলতে লাগলো: হে বিলাল! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনাকে ডেকেছেনআমি সেখানে পৌঁছলাম তো কি দেখলাম যে, মাল বোঝাই করা ৪টি উট উপস্থিতআমি ভিতরে আসার অনুমতি চাইলাম তো রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: মুবারকবাদ! আল্লাহ পাক তোমাকে কর্জ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, অতঃপর বললেন: তুমি ৪টি উট দেখেছো? আমি বললাম: জীবললেন: উট ও সেগুলোর বোঝাই করা শস্য এবং কাপড় সব তুমি নিয়ে রেখে দাও এবং এগুলোর মাধ্যমে তোমার কর্জ পরিশোধ করোআমি আদেশ পালনের জন্য এরকমই করলাম, এরপর মসজিদে আসলাম আর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সালাম করলাম, তো তিনি জিজ্ঞাসা করলেন! ঐ সম্পদ দ্বারা তোমার কী উপকার হলো? আমি বললাম: আল্লাহ পাক ঐ সকল ঋণ পরিশোধ করে দিয়েছেন, যা তাঁর রাসূলের উপর ছিলো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: ঐ মাল থেকে কিছু অবশিষ্ট রয়েছে কি? আমি বললাম: জীতিনি বললেন: আমাকে এগুলো থেকেও মুক্ত করো! যতক্ষণ পর্যন্ত এগুলো কোন কাজে লাগাবে না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাবো নারাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইশারের নামায শেষ করলেন তো আমাকে ডেকে সেই অবশিষ্ট সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আমি আরয করলাম: সেগুলোর দেয়ার জন্য আমি কোনো ভিক্ষুক পাইনিনবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতে মসজিদেই রইলেন। পরের দিন ইশারের নামাযের পর আমাকে আবারও ডাকলেন, আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিয়েছেন (অর্থাৎ সেই মাল আল্লাহর রাস্তায় বন্টন হয়ে গেছে)। এটা শুনে তিনি তাকবীর বললেন এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন।