Sakhawat e Mustafa

Book Name:Sakhawat e Mustafa

বেশি পরিমাণে নিজের সম্পদ ব্যয় করা তাহলে ! اِنْ شَآءَ الله সেটার অসংখ্য বরকত নসিব হবে, যেমন পারা: ৩, সূরা বাকারার আয়াত নাম্বার ২৭৪ এ ইরশাদ হচ্ছে:

اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَہُمْ بِالَّیْلِ
وَ النَّہَارِ سِرًّا وَّ عَلَانِیَۃً فَلَہُمْ اَجْرُھُمْ عِنْدَ رَبِّہِمْ ۚ وَ لَا خَوْفٌ عَلَیْہِمْ وَ لَا ھُمْ یَحْزَنُوْنَ

(পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৭৪)            কানযুল ঈমান থেকে অনুবাদ: ঐসব লোক, যারা নিজেদের ধন-সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের পূণ্যফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের না কোন আশংখা আছে, না কিছু দুঃখ।

 

          এইভাবে পারা ৩, সূরা বাকারার আয়াত ২৬১ তে ইরশাদ হচ্ছে:

مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَہُمْ فِیْ سَبِیْلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ کُلِّ سُنْۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰہُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ وَ اللّٰہُ  وَاسِعٌ عَلِیْمٌ

(পারা: , সূরা বাকারা, আয়াত: ২৬১)                  কানযুল ঈমান থেকে অনুবাদ: তাদের উপমা, যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায়, যা উৎপাদন করে সাতটা শীষ প্রত্যেক শীষে একশ শষ্যকণা এবং আল্লাহ তা থেকেও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান আর আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানময়

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবেন তো সেই মালিক ও মাওলা যমিন ও আসমান এবং সমস্ত জাহানের খালিক ও মালিক, সেই দয়ালু প্রতিপালক দয়া করবেন এবং আমাদের সম্পদ বৃদ্ধি করবেনকতো সৌভাগ্যবান মুসলমান এমন রয়েছে যারা তাদের সম্পদের হক আদায় করে, খুশিমনে সময়মতো যাকাত ও ফিতরা আদায় করে থাকে, নিজের সম্পদ মা বাবা, ভাই-বোন এবং সন্তানদের জন্য খরচ করে, নিজের নিকটতম বন্ধু ও আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের ইছালে সাওয়াবের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের মধ্যে নিজেদের অর্থ ব্যয় করে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মিলাদ উদযাপন করে, ভালো নিয়্যতে হাসপাতাল বানিয়ে থাকে, একনিষ্টতার সাথে কুরআন তিলাওয়াত এবং যিকির ও নাত এবং সুন্নাতে ভরা ইজতিমার ব্যবস্থার কাজে টাকা খরচ করে, মসজিদ ও মাদরাসার নির্মাণ কাজে অংশ নেয়, দরস ও তাদরিস, দরসে নিযামী অর্থাৎ আলিম কোর্সের কাজে সহযোগিতা করে, যেমন শিক্ষকদের বেতন (salary), শিক্ষার্থীদের কিতাবাদি, খাবার ও থাকার খরচ ইত্যাদি, কুরআনে করীম (হিফয ও নাযেরা) এর শিক্ষার কাজে সহযোগিতা করে, মসজিদ পরিচালনার খরচাদি ইত্যাদির খরচ বহন করে বা সেটাতে অংশ নিয়ে থাকেদ্বীনে ইসলামের প্রচার ও প্রসার, সুন্নাত পূণরুজ্জীবিত করার কাজে, নেকীর দাওয়াতের সাড়া জাগানোর জন্য খরচ করে থাকেযেমন মাদানী কাফেলায় সফরকারী গরিব ইসলামী ভাইদের খরচাদি দিয়ে, সুন্নাতে ভরা দরস প্রদানের আগ্রহী গরিব ইসলামী ভাইদেরকে ফয়যানে সুন্নাত কিনে দিয়ে, নিজের দোকান, মার্কেট, মসজিদ, এলাকা, অফিস, কলেজ ইত্যাদিতে শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা বন্টন করে নিজের টাকা আল্লাহর রাস্তায় খরচ করে থাকে, আল্লাহ