Wah Kya Baat Ghous e Azam Ki

Book Name:Wah Kya Baat Ghous e Azam Ki

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! 

          * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! রবিউল আখির মাস চলছে। এটি ঐ মুবারক মাস যে, যার ১১ তারিখে পীরানে পীর, রওশন যমির, হযরত শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরশ মুবারক উদযাপন করা হয়, যাকে আশিকানে গাউসে আযম গেয়ারভী শরীফ বলে থাকে, এরই প্রসঙ্গে আজ আমরা সেই সম্মানিত মনিষীর কল্যাণময় আলোচনা, ফযীলত ও কারামত, গুণাবলী এবং সংক্ষিপ্ত পরিচিতি (Introduction) শুনবো। যাঁকে দুনিয়া “গাউসে আযম” উপাধীতে জানে। আল্লাহ পাক যেনো আমাদেরকে সম্পূর্ণ বয়ান মনযোগ সহকারে এবং ভাল ভাল নিয়্যত সহকারে শুনার সৌভাগ্য দান করে।

 

          আসুন! সর্বপ্রথম হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের শানের একটি ঈমানোদ্দীপক ঘটনা শুনবো:

 

জ্ঞান ও প্রজ্ঞার সাগর

          হযরত হাফিয আবুল আব্বাস আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আল্লামা আব্দুর রহমান ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ানের ইজতিমায় উপস্থিত হলাম, একজন ক্বারী সাহেব কোরআনে করীমের তিলাওয়াত করলো, তিলাওয়াতের পর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওয়াজ শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা হতে একটি আয়াতের তাফসীর বর্ণনা করলেন এবং এর একটি অর্থ বর্ণনা করলেন। হযরত আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আমার এই তাফসীরী উক্তি জানা আছে। অতঃপর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মুবারাকার দ্বিতীয় তাফসীর বর্ণনা করলেন। হযরত আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আবারো আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আমার জানা আছে। অতঃপর তৃতীয় তাফসীর বর্ণনা করলেন। আমি জিজ্ঞাসা করলাম: এই তাফসীরও কি আপনি জানেন? তিনি উত্তর দিলেন: হ্যাঁ, আমি জানি। অতঃপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মুবারাকার চতুর্থ, অতঃপর পঞ্চম, এরপর ষষ্ট এমনকি এক এক করে দশটি তাফসীর বর্ণনা করলেন, আমি প্রতিবারই তাফসীরের পর আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করতাম: আপনি কি এই