Jahannami Waadi Wail Ke Haqdar Kon?

Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?

 

সম্পত্তি সঞ্চয় করো না, অন্যথায় দুনিয়ার হয়েই থাকবে:

          হে আশেকানে রাসুল! আল্লাহ পাক আমাদেরকে সম্পদের ভালোবাসা থেকে হিফাজত করুনঈমানের পরিপক্কতা এবং চরিত্র কাজের বিশুদ্বতা এটাতে রয়েছে যে, বান্দা প্রতিটি মূহুর্তে মৃত্যু কবর এবং আখিরাতকে স্মরণ রাখবে কিন্তু দুনিয়াবি সম্পদের এক সীমাহীন মন্দ প্রভাব হলো সেটার ভালোবাসা মানুষকে উদাসীন করে দেয়, সম্পদের ভালোবাসায় মানুষ আখিরাতকে ভুলে যায়দুনিয়া এবং সেটার ভালোবাসা অন্তরে বসে যায় আর  ‍দুনিয়ার ভালোবাসা ওই জিনিস যেটা মানুষকে গুনাহ মন্দতার গভীর গর্তে ফেলে দেয় কারণেই রাসুলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: لَا تَتَّخِذُوا الضَّیْعَةَ  فَتَرْغَبُوا فِي الدُّنْیَا  অর্থাৎ: সম্পত্তি সঞ্চয় করো না! অন্যথায় দুনিয়ার হয়েই থাকবে

(তিরমীযি, পৃ: ৫৫৭, হাদীস: ২৩২৮)

 

সম্পদকে ভবিষ্যতের জন্য পাঠিয়ে দাও....!!

          হাদীসে পাকে রয়েছে: এক ব্যাক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলো: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার কি হয়ে গেলো যে, আমি মৃত্যুকে পছন্দ করছি না (অর্থাৎ আমার অন্তর দুনিয়ার প্রতি ধাবিত রয়েছে, আমি আমার অন্তরে আখিরাতের প্রতি প্রবণতা কম পাচ্ছি এবং মৃত্যু যেটা জান্নাত পর্যন্ত পৌছার রাস্তা, আমার এই মৃত্যু পছন্দ নয়) নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: তোমার কাছে কি সম্পদ আছে? আরজ করলো, জ্বী, হ্যাঁ! ইরশাদ করলেন: নিজের সম্পদ (আখিরাতের জন্য সদকা খায়রাত করে) ভবিষ্যতের জন্য পাঠিয়ে দাও! কারণ মানুষের অন্তর তার সম্পদের সাথে সংযুক্ত থাকে, যদি সে তার এই সম্পদকে ভবিষ্যতের জন্য পাঠিয়ে দেয়(অর্থাৎ সদকা খায়রাত করে দেয়) তবে তার সাথে সাক্ষাত করতে চায় আর যদি সম্পদকে পিছনে রেখে আসে তবে তার সাথে পিছনে থাকতে চায়

(আয যুহদ লিইবনিল মোবারক, হাদীস: ৬৩৪, পৃ: ২২৪, ৫ম অংশ)  

 

নেক আমল নম্বর ৪৫

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাত পেতে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই আমল সমূহের পরিচিতি জরুরি, যেগুলো জান্নাতে নিয়ে যায় এবং জাহান্নাম থেকে রক্ষা করেএজন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশ নিননেক আমলের উপর আমল মাদানী কাফেলায় সফর করুনশায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নেকী করতে গুনাহ থেকে বাঁচতে আমাদেরকে৭২ নেক আমলএর উপহার প্রদান করেছেন, সেখানে একটি নেক আমল নম্বর ৪৫ হলো, আজকে কি আপনি তাফসীর শোনা শোনানোর হালকা লাগিয়েছেন?

 

          হে আশেকানে রাসুল! কোরআনে পাককে বুঝা তো দূরের কথা আমরা এটাকে তিলাওয়াতও করি না ব্যাস রমযান মাস হোক বা কারো মৃত্যু, তখনই কোরআনে পাক খোলা হয়এখন তো সেটাও শেষ হয়ে যাচ্ছে, উৎসর্গ হোন শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাতের উপর যে, তিনি এত সুন্দর নেক আমল আমাদেরকে প্রদান করেছেন, যেটার উপর আমল করে