Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
থাকবে। (তিরমীযি, হাদীস: ৩১৬৪, পৃ: ৭৩০) হযরত আতা বিন ইয়াসার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ওয়াইল নামক এই জাহান্নামের উপত্যকা এতটাই ভয়াবহ যে, যদি সেটাতে পাহাড়ও নিক্ষেপ করা হয় তবে সেটাও এর গরমে গলে যাবে। (মাউসুয়াতে ইবনে আবিদ দুনিয়া, খণ্ড ৬, পৃ: ৪০৬) আল্লাহ পাকের আশ্রয়! আল্লাহ পাকের আশ্রয়! আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে এবং জাহান্নামের ওই ভয়াবহ উপত্যকা থেকে হিফাজত করুন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাহান্নামের ওই ভয়াবহ উপত্যকার অধিকারী কে? সেটা কোন মন্দ আমল, যেটা ওই উপত্যকাতে যাওয়ার কারণ হয়? আসুন! শুনি এবং এই নিয়্যতে শুনি যে, আমরা ওই মন্দ আমল থেকে বেঁচে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী হওয়ার চেষ্টা করবো اِنْ شَآءَ الله।
(১) কাফির ওয়াইল এর অধিকারী:
আল্লাহ পাক ইরশাদ করেন:
فَوَیْلٌ لِّلَّذِیْنَ کَفَرُوْا مِنَ النَّارِ কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং কাফিরদের দুর্ভোগ আগুন থেকে।
জানা গেলো: কুফর জাহান্নামের ওয়াইল নামক উপত্যকার অধিকারী হওয়ার কারন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমরা মুসলমান, কিন্তু মনে রাখবেন!জাহান্নাম থেকে বাঁচতে এবং জান্নাতের অধিকারী হওয়ার জন্য শুধুমাত্র মুসলমান হওয়াটা যথেষ্ট নয় বরং ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়াটাও জরুরি। এই কারণে উচিত যে, আমাদের নিজেদের ঈমানের চিন্তা করা, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করুন, এর মূল্যায়ন করুন, এর শোকরিয়াও আদায় করুন এবং পাশাপাশি কুফরকে ঘৃণা করুন।
(২) পরিমাপে কম করা:
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাহান্নামের ভয়াবহ উপত্যকার অধিকারী হওয়ার দ্বিতীয় মন্দ আমল হলো পরিমাপে কম করা। আল্লাহ পাক কোরআনুল করীমে ইরশাদ করেন:
وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ
الَّذِیْنَ
اِذَا اکْتَالُوْا عَلَی النَّاسِ یَسْتَوْفُوْنَ ۫
وَ
اِذَا کَالُوْھُمْ اَوْ وَّزَنُوْھُمْ یُخْسِرُوْنَ (۳)
(পারা: ৩০, আল: মুতাফ্ফিফীন, আয়াত: ১-৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: পরিমাপে কারচুপিকারীদের ধ্বংস অবধারিত, এরা যখন অপর লোকদের থেকে মেপে নেয়, তখন পুরোপুরিই নিয়ে থাকে, আর যখন তাদেরকে মেপে ও ওজন করে দেয়, তখন কম দিয়ে থাকে।
জানা গেলো; যে পরিমাপে কারচূপি করবে সেও জাহান্নামের ভয়াবহ উপত্যকা ওয়াইলের অধিকারী হবে। তাফসীরে সীরাতুল জিনানে রয়েছে: ওজন পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়, প্রায়