Jahannami Waadi Wail Ke Haqdar Kon?

Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?

বয়ান শ্রবণ করার নিয়্যত সমূহ

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগির, ৮১ পৃ:, হাদিস: ১২৮৪)

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! 

          * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ভয় করো ওই আগুনকে .....!!

            পারা , সূরা বাকারার ২৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

فَاتَّقُوا النَّارَ الَّتِیْ
وَقُوْدُہَا النَّاسُ وَ الْحِجَارَۃُ                                        কানযুল ঈমান থেকে অনুবাদ: তবে ভয় করো ওই আগুনকে, যার ইন্দন হচ্ছে মানুষ পাথর

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে করীমায় জাহান্নামের ভয়াবহতার বর্ণনা করা হয়েছে যে, জাহান্নামের আগুন এমন ভয়ানক যে, এর ইন্দন হচ্ছে মানুষ পাথরদুনিয়ার যে আগুন রয়েছে তা পাথরকে গরম করে দেয় কিন্তু জ্বালায় না, কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ানক যে, পাথরকেও জ্বালিয়ে দেয়

(তাফসীরে নঈমী, পারা , আল বাকারা, আয়াত ২৪, ১ম খণ্ড, পৃ: ২২৫ সামান্য পরিবর্তিত)

          এর পাশাপাশি এই আয়াতে করীমায় পরিস্কার ভাবে হুকুম দিয়ে দেওয়া হয়েছে যে, হে লোকেরা! জাহান্নামকে ভয় করো এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল থেকে বাঁচার ভরপুর চেষ্টা করো 

 

জাহান্নামের সংক্ষিপ্ত পরিচিতি:

          বাহারে শরীয়ত রয়েছে: * জাহান্নাম হলো ওই জায়গা যেখানে আল্লাহ পাকের আজাব গজবের বহিঃপ্রকাশ * জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ উঁচু উঁচু দালানের সমতায় উড়বে * মানুষ পাথর এর ইন্দন হবে * এই দুনিয়ার যে আগুন, সেটা জাহান্নামের আগুনের ৭০ অংশের মধ্যে থেকে একটি অংশ(মুসলিম, পৃ: ১০৯২, হাদীস: ২৮৪৩) * যার জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের আজাব হবে তাকে জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার কারণে তার মস্তিস্ক এমনভাবে ফুটতে থাকবে যেমনিভাবে তামার (Copper) পাতিল ফুটতে থাকে, সে মনে করবে যে, সবচাইতে বেশি আজাব তার  উপর হচ্ছে, অথচ তার উপর হালকা আজাব হবে(মুসলিম, হাদীস: ২১৩, পৃ: ১০২) * হাদীসে পাকে রয়েছে: এই দুনিয়ার আগুন (যার গরম তাপের কথা কে জানে না, এই আগুন) আল্লাহ পাকের কাছে দোয়া করে তাকে যেনো জাহান্নামে পুনরায় না নিয়ে যাওয়া হয়(ইবনে