Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
সব লোককে কিছু না কিছু বেচা কেনার সাথে সম্পৃক্ত থাকতে হয়। আর খুব বেশি জিনিস বিক্রি করা ও ক্রয় করা তাদের ওজন পরিমাপের উপরই নির্ভর করে। (এই কারণে কোরআন মাজিদের অনেক জায়গায় এর গুরুত্বের কথা বর্ণনা করা হয়েছে) সঠিক ওজন পরিমাপের ফলাফল দুনিয়াতেও ভালো হয় * এর মাধ্যমে মানুষের আস্থা কায়েম থাকে। * ব্যবসায় (Business) খুব বৃদ্ধি পায় এবং * রিযিকে বরকত হয়। আর আখিরাতে অবশ্যই ভালো হবে * এই ব্যাপারে মানুষের তার উপর কোন হক থাকবে না আর এইভাবে মানুষ নিজের হক চাওয়ার জন্য তাকে ধরবে না। * সে হারাম রিযিক খাওয়া ও খাওয়ানোর আজাব থেকে বেঁচে যাবে। * আর তার নেক আমল নিরাপদ থাকবে। * আর যারা ওজন পরিমাপে কম করে, তাদের জন্য বেদনাদায়ক আজাব রয়েছে।
(তাফসীরে সীরাতুল জিনান, পারা ৩০, আল মুতাফ্ফিফীন, আয়াত: ১-৩, ১০ খণ্ড, পৃ: ৫৭১-৫৭২)
এক বুযুর্গ বলেন: আমি আমার এক প্রতিবেশীর (Neighbour) সেবা শুশ্রূষার জন্য গেলাম, যে গম বিক্রি করতো, যখন আমি তার মাথার পাশে বসলাম তাকে বারংবার এটা বলতে শোনলাম: আগুনের দুই পাহাড়, আগুনের দুই পাহাড়। যখন আমি তার ঘরের সদস্যদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন তারা বললো যে, তার কাছে শস্য মাপার দুটি দাড়িপাল্লা ছিলো, যখন সে কারো কাছ থেকে গম ক্রয় করতো তখন তা বড় দাড়ি পাল্লা দিয়ে ওজন করতো আর যখন কারো কাছে গম বিক্রি করতো তখন ছোট দাড়িপাল্লা দিয়ে বিক্রি করতো। ওই বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তখন আমি বুঝতে পারলাম যে, ওই দুই দাড়িপাল্লাই সে আগুনের পাহাড়ের আকৃতিতে দেখতে পাচ্ছে। (বাহরুদ দুমুউ, আত্তারহীব মিনাল খিয়ানাতি ফিল মীযান, পৃ: ১৮২) আল্লাহ পাক আমাদেরকে পরিমাপের খেয়ানতের গুনাহ থেকে নিরাপদ রাখুন! হায়! অন্তর থেকে যেন দুনিয়ার ভালোবাসা বের হয়ে যায়। বিশ্বাস করুন! এটা শুধুমাত্র সম্পদের ভালোবাসা যা বান্দাকে বিভিন্ন ধরনের গোনাহের মধ্যে লিপ্ত করে। হায়! অন্তর থেকে যদি দুনিয়ার লোভ শেষ হয়ে যেতো তবে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যেতাম।
(৩) নামাযে অলসতা করা:
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাহান্নামের উপত্যকা ওয়াইল এর অধিকারী হওয়ার তৃতীয় মন্দ আমল হলো নামাযে অলসতা করা। অতঃপর পারা ৩০, সূরা মাউন এর ৪ ও ৫ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ الَّذِیْنَ ھُمْ عَنْ صَلَاتِہِمْ سَاھُوْنَ
(পারা: ৩০, সূরা: মাউন, আয়াত: ৪-৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং ওই নামাযীদের জন্য অনিষ্ট রয়েছে, যারা আপন নামায থেকে ভুলে বসেছে।
জানা গেলো: যারা নামাযে অলসতা করে, নামাযে উদাসীনতা করে তারা জাহান্নামের ওয়াইল নামক ভয়াবহ উপত্যকার অধিকারী হবে।