Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
হে আশেকানে রাসুল! গীবত করাও জাহান্নামের উপত্যকা ওয়াইলের অধিকারী করে দেয়। কারো দোষ তার পিছনে মন্দভাবে বর্ণনা করাকে গীবত (Back-Biting) বলে। (বাহারে শরীয়ত, ৩য় খণ্ড, পৃ: ৫৩২, ১৬ তম অংশ)
হায়! আফসোস! আজকাল এই বিপদও আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় * দুইজন একসাথে বসে গেলে তো গীবতের ফটক খুলে যায় * দোকানে বসলে গীবত * দস্তরখানায় বসলে গীবত * গাড়ীতে বসলে গীবত * অফিসে গেলে গীবত * ঘরে বসলে গীবত * এমনকি মসজিদে নামাযের জন্য অপেক্ষমান লোকেরাও গীবত করে জাহান্নামের অধিকারী হচ্ছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! গীবত অত্যন্ত ক্ষতিকারক আমল: কোরআনে পাকে রয়েছে:
يٰۤاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا کَثِیْرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّ لَا تَجَسَّسُوْا وَ لَا یَغْتَبْ بَّعْضُکُمْ بَعْضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمْ اَنْ یَّاْکُلَ لَحْمَ اَخِیْہِ مَیْتًا فَکَرِھْتُمُوْہُ ؕ وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ تَوَّابٌ رَّحِیْمٌ
(পারা ২৬, সূরা হুজুরাত, আয়াত ১২) কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদার গন! তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয় কোন কোন অনুমান পাপ হয়ে যায় এবং দোষ তালাশ করো না আর একে অপরের গীবত করো না। কেউ কি এ কথা পছন্দ করবে যে, সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ খুব তাওবা কবুলকারী, দয়ালু।
শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ গীবতের ধ্বংসলীলার সারাংশ করতে গিয়ে লিখেন: গীবত ঈমানকে কেটে রেখে দেয় * গীবত মন্দ মৃত্যুর কারণ * অধিক গীবতকারীর দোয়া কবুল হয় না * গীবতের কারণে নামায রোজার নুরানিয়্যত চলে যায় * গীবতের কারণে নেকী সমূহ ধ্বংস হয়ে যায় * গীবত নেকী সমূহকে জ্বালিয়ে দেয় * গীবতকারী তাওবা করে নিলেও সবার শেষে জান্নাতে প্রবেশ করবে * মোটকথা গীবত কবীরা গুনাহ অকাট্য হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ * গীবত যেনার চেয়েও মারাত্নক * মুসলমানের গীবতকারী সুদের চেয়েও বড় গোনাহে লিপ্ত হয়ে যায় * গীবতকে যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয় সমুদ্রও দূর্গন্ধ হয়ে যাবে * গীবতকারীকে জাহান্নামে মৃত লাশ খেতে হবে * গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর * গীবতকারী কবরের আজাবে গ্রেফতার হবে * গীবতকারী তামার নখ (Copper Nails) দিয়ে নিজের মুখ ও বক্ষে বারবার আচড়াতে থাকবে * গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে * গীবতকারী জাহান্নামে বানর হবে * গীবতকারী জাহান্নামে স্বয়ং নিজের গোশত খাবে * গীবতকারী জাহান্নামের ফুটন্ত পানি (Boiling water) এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করে দৌড়াবে এবং তার থেকে জাহান্নামীরাও অসন্তুষ্ট হবে * গীবতকারী সর্ব প্রথম জাহান্নামে যাবে। (গীবতের ধ্বংসলীলা, পৃ: ২৬) আল্লাহ পাকের আশ্রয় ....!! আল্লাহ পাক আমাদেরকে গীবত, চুগলী,