Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
মাজাহ, হাদীস: ৪৩১৮, পৃ: ৭০০) আফসোস! আশ্চর্য্য মানুষের জন্য, জাহান্নামে যাওয়ার মতো কাজ করে অথচ ওই আগুনকে ভয় করে না এবং সেটা থেকে আশ্রয়ও চায় না। (বাহারে শরীয়ত, ১ম খণ্ড, পৃ: ১৬৩-১৬৫, ১ম অংশ, সামান্য পরিবর্তন)
সাহাবীয়ে রাসুল হযরত আমর বিন আস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: জাহান্নামীরা জাহান্নামের আজাবে অতিষ্ট হয়ে জাহান্নামের দরজায় নিযুক্ত ফেরেস্তা হযরত মালেক عَلَیْہِ السَّلَام কে আহবান করবে, তিনি কোন জবাব দেবেন না, এমনকি তারা চল্লিশ বছর পর্যন্ত আহবান করতে থাকবে, এরপর তিনি তাদের আহবানের জবাবে শুধুমাত্র এতটুকু বলবেন: اِنَّکُمْ مَاکِثُوْنَ অর্থাৎ তোমরা চিরস্থায়ী এখানে থাকবে। এরপর জাহান্নামীরা আল্লাহ পাককে ডাকা শুরু করবে, আল্লাহ পাকও তাদেরকে জবাব দেবেন না, অবশেষে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বলা হবে: লাঞ্চিত হয়ে জাহান্নামে পড়ে থাকো, আমার সাথে কথা বলিও না। (তাম্বীহুল গাফেলীন, পৃ: ৩১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! জাহান্নাম কী পরিমান ভয়াবহ....!! এগুলো তো সেই কথা যা আমরা রেওয়াতের মাধ্যমে জেনে গেলাম, অন্যথায় হাদীসে পাকে রয়েছে: যতটুকু পারো জাহান্নামকে স্নরন করো! তোমরা জাহান্নামের যে কোন জিনিসকে যেভাবেই কল্পনা করো না কেনো জাহান্নাম তার চেয়েও বহুগুন ভয়াবহ। (তাম্বীহুল গাফেলীন, পৃ: ৩৩)
জাহান্নাম থেকে বাঁচার ভরপুর চেষ্টা করুন:
আল্লাহ পাকের প্রিয় নবী ও শেষ নবী, রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (হে লোকেরা!) জান্নাত পাওয়ার জন্য ভরপুর চেষ্টা করো এবং পূর্ণ প্রচেষ্টার সাথে জাহান্নাম থেকে দূরে পালাও...! নিশ্চয় জান্নাতের প্রত্যাশী কখনো উদাসীন হয় না, নিশ্চয় জাহান্নাম থেকে পলায়নকারী কখনো অলসতার ঘুম ঘুমায় না, নিশ্চয় আখিরাত অপছন্দনীয় কাজে ভরপুর (অর্থাৎ আখিরাতে সফলতার জন্য নফসের কু প্রবৃত্তিকে ত্যাগ করতে হবে। পক্ষান্তরে দুনিয়া স্বাদ ও কামনায় ভরপুর হয়ে রয়েছে, সুতরাং দুনিয়ার এই স্বাদ ও কামনা তোমাদেরকে যেনো আখিরাত থেকে উদাসীন করে না দেয়। (কানযুল উম্মাল, খণ্ড ৮, পৃ: ৩৯২, হাদীস: ৪৩৫৯১)
জাহান্নামের উপত্যকা ওয়াইল এর পরিচিতি:
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাহান্নামের অনেক উপত্যকা রয়েছে, সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি হলো ওয়াইল উপত্যকা। এটি জাহান্নামের অনেক ভয়াবহ উপত্যকা। এটাতে বিভিন্ন ধরনের আজাব হবে। কিছু রেওয়াতে রয়েছে: ওয়াইল হলো একটি কূপ, যেখানে জাহান্নামীদের রক্ত ও পূঁজ জমা হবে। (মুজামে কবীর, খণ্ড ৪, হাদীস: ৯০১৫, পৃ: ৫৪৪) প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গভীরে (Depth) পতিত হওয়ার আগে চল্লিশ বছর পর্যন্ত ওয়াইল নামক উপত্যকায়