Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
আমাদের কোরআনে পাক পড়া ও বুঝা উভয়টার সুযোগ হবে, সুতরাং নেক আমল পুস্তিকা পূরণ করুন এবং প্রতি মাসে নিজ যিম্মাদারকে জমা করানোর অভ্যাস গড়ে নিন।
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী এর পুস্তিকা “১০১ মাদানী ফুল ”থেকে হাঁচির কিছু সুন্নাত ও আদব শুনি। প্রথমে দু’টি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন * আল্লাহ পাকের নিকট হাঁচি পছন্দ আর হাই অপছন্দ। (বুখারী, ৪/১৬৩, হাদীস: ৬২২৬)
* যখন কারো হাঁচি আসে আর সে اَلْحَمْدُ لِلّٰه বলে তখন ফেরেস্তা বলে
رَبِّ
الْعٰلَمِیْنَ আর যদি সে رَبِّ
الْعٰلَمِیْنَ বলে তখন ফেরেস্তা বলে, আল্লাহ তোমার উপর দয়া করুন। (মুজামে কাবীর, ১১/৩৫৮, হাদীস: ১২২৮৪) * হাঁচির সময় মাথা ঝুকিয়ে নিন, মুখ ডেকে নিন এবং আওয়াজ ছোট করে বের করুন, হাঁচির আওয়াজ উচুঁ করা বোকামী। (রদ্দুল মুহতার, ৯/৬৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাঁচির বাকী সুন্নাত ও আদব তরবিয়তী হালকায় বয়ান করা হবে, সুতরাং সে গুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم