Book Name:Jahannami Waadi Wail Ke Haqdar Kon?
ওয়াইলের অধিকারী হওয়ার তৃতীয় আমল:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আরো কি কি মন্দ আমল রয়েছে যেগুলো ওয়াইলের অধিকারী বানায়, শুনুন! আল্লাহ পাক ইরশাদ করেন:
وَیْلٌ لِّکُلِّ ھُمَزَۃٍ لُّمَزَۃِ الَّذِیْ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ
(পারা: ৩০, সূরা: হুমাজা, আয়াত: ১-২) কানযুল ঈমান থেকে অনুবাদ: ধ্বংস ওই ব্যাক্তির জন্য, যে লোক সম্মুখে বদনামি করে এবং পৃষ্ট পেছনে (অগোচরে) নিন্দা করে। যে ব্যাক্তি সম্পদ সঞ্চয় করেছে এবং গুনে গুনে রেখেছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই তিনটি মন্দ আমল যা ওয়াইল নামক জাহান্নামের উপত্যকার অধিকারী বানায়। (১) সম্মুখে বদনামি করা (অর্থাৎ ভৎসনা করা) (২) পৃষ্ট পেছনে নিন্দা করা অর্থাৎ গীবত করা। (৩) এবং সম্পদ জমা করা। আফসোস! এই তিনটি মন্দ আমল আমাদের এখানে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে।
কোরআনুল করীমে ঈমানদারদেরকে বলা হয়েছে:
وَ لَا تَلْمِزُوْۤا
اَنْفُسَکُمْ
وَ
لَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ
(পারা ২৬, সূরা: হুজুরাত, আয়াত: ১১) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর একে অপরের মন্দ নাম রেখো না।
দেখুন! কতটা স্পষ্ট ভাষায় আমাদেরকে উপহাস করতে নিষেধ করে দেওয়া হয়েছে, কিন্তু আফসোস! আজকাল আমাদের এখানে উপহাস করা, সম্মুখে দোষারোপ করা খুব সাধারণ ব্যাপার মনে করা হয়। * কেউ গরীব হলে তাকে তার দারিদ্রতা নিয়ে উপহাস করা হয় * কারো রং কালো হলে উপহাস * গঠন ছোট হলে উপহাস * কেউ বেশি লম্বা হলে উপহাস * কেউ মোটা হলে উপহাস * কেউ দূর্বল হলে উপহাস * কারো সন্তান না হলে উপহাস * কেউ অশিক্ষিত বা কম পড়া লেখা করেছে তো উপহাস * কারো বিয়ে হচ্ছে না তো উপহাস * কোন ছাত্রের ভূল হয়ে গেলে তো উপহাস যে, তোমার প্রথম উস্তাদ বা বাবা মা তোমাকে এটাই শিখিয়েছে? * মুরিদের ভুল হয়ে গেলে তো উপহাস যে, তোমার পীর তোমাকে এটাই শিখিয়েছে (Training)? কোন প্রতিষ্টান বা সংঘঠনের সাথে জড়িত লোকের ভুল হয়ে গেলে তবে ওই সংগঠন পরিচালনাকারীদের নিয়ে উপহাস....!! মোটকথা উপহাস করা আজকাল একটি ফ্যাশন হয়ে গেছে। মানুষ কথায় কথায় এমন উপহাস করে যে, সম্মুখস্থ লোকের অন্তর ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু অনুভব পর্যন্ত করা হয় না। আল্লাহ পাক আমাদেরকে উপহাস করা থেকে অর্থাৎ বিদ্রুপ করা থেকে সম্মুখে বদনামি করা এবং অপরকে কষ্ট দেওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم